রবিবার ● ১১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে অটিজম ও স্নায়ুবিকাশ জনিত সমস্যাভূক্ত যুবদের প্রতি দায়িত্ববোধ প্রশিক্ষণ কর্মশালা
বিশ্বনাথে অটিজম ও স্নায়ুবিকাশ জনিত সমস্যাভূক্ত যুবদের প্রতি দায়িত্ববোধ প্রশিক্ষণ কর্মশালা
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: বিশ্বনাথে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। ১১ ডিসেম্বর রবিবার সকালে উপজেলার বিআরডিবি হল রুমে অটিজম ও স্নায়ুবিকাশ জনিত সমস্যাভূক্ত যুবদের প্রতি দায়িত্ববোধ এবং জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক এ প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণের উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকারের সভাপতিত্বে ও অফিস ক্রেডিট সুপার ভাইজার রফিক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো.আলা উদ্দিন, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বিভাষ চন্দ্র মানি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার মো. নুরুল ইসলাম, উত্তর বিশ্বনাথ কলেজের প্রভাষক আফিয়া বেগম, বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, প্রশিক্ষক ডাক্তার বিভাংশু গুণ বিভু, আবুল লেইছ, ফিরোজ মিয়া, নিজামুল ইসলাম, সেলিম আহমদ, আছিয়া বেগম। প্রশিক্ষণের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আমিনুর রহমান ও গীতা পাঠ করেন বিভাংশু গুণ বিভু।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব, উপজেলা যুব উন্নয়ন ক্রেডিট সুপারভাইজার রফিকুল ইসলাম স্বপন, অফিস কম্পিউটার অপারেটের শিরিনা আক্তার, বাদল মিয়া,শাহ সিদ্দিকুর রহমান। প্রশিক্ষণে উপজেলার ৬০জন যুব সংগঠনের সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও সফল আত্বকর্মী অংশগ্রহন করেন।