সোমবার ● ১২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » কৃষি » রাঙামাটি-বরকল লঞ্চ যাত্রীদের দুর্ভোগ চরমে
রাঙামাটি-বরকল লঞ্চ যাত্রীদের দুর্ভোগ চরমে
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলা শহর থেকে বরকল উপজেলা যাতায়াতের একমাত্র মাধ্যম লঞ্চ । লঞ্চের নানা সমস্যা ও লঞ্চে দুর্গন্ধ সহ নানা অভিযোগ থাকা সত্তেও বিকল্প কোন যাতায়াত ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত অব্যস্থাপনা মেনে চলাচল করছেন যাত্রীরা। ১১ ডিসেম্বর হরিণা যাওয়ার সময় দেখা যায় যাত্রীবাহী লঞ্চে বহন করা হয় ব্রয়লার মুরগি। মুরগীর বিস্তা থেকে ছড়িয়ে পড়ছে অসহনীয় দুর্গন্ধ। লঞ্চে যাত্রীদের সাথে কথা বলে জানা যায় লঞ্চ কর্তপক্ষের এই ধরনের নিম্ন মানের যাত্রীসেবা এটাই প্রথম নয়, প্রতিনিয়ত চলছে এমন অব্যবস্থা। লঞ্চে ভাঙা চোড়া সীট, খোলা টয়লেট, বড় বড় শুকনো তামাকের রোল, এমনকি মাঝপথে ইঞ্জিন নষ্ট হয়ে দুর্ভোগের স্বীকার হওয়া, পুরাতন মানধাতার আমলের লঞ্চ ইত্যাদি নিত্য দিনের ব্যাপার। প্রতি সপ্তাহের হাটের দিন ছোট হরিনা থেকে বহন করে দেশী মুরগী আর রাঙামাটি থেকে প্রায় প্রতিদিন ছোট হরিনা বাজারে নিয়ে যায় ব্রয়লার মুরগী। লঞ্চ ঘুরে দেখা যায় লঞ্চে কোন অগ্নি নির্বাপক নেই, নেই কোন বয়া, ভাড়ার ক্ষেত্রে নেই নির্দিষ্ট তালিকা,বসার সীটগুলো ভাঙা, পুরাতন কাঠের তৈরী সর্বোপরি ফিটন্যাসহীন লঞ্চ। যাত্রীরা জানান, প্রায় সময় বাড়ে যাত্রীদের ভাড়া। রাঙামাটি জেলা শহর থেকে বরকল উপজেলার একমাত্র যোগাযোগ ব্যস্থা হওয়ায় লঞ্চ মালিকদের জিম্মি অবস্থা থেকে মুক্তির জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন যাত্রীরা।
সব দেখে শুনে লঞ্চের এমন অব্যবস্থাপনার বিষয়ে জানতে চাইল লঞ্চের কেরানী বলেন, আপনিই প্রথম ব্যক্তি আমাদের সেবা নিয়ে প্রশ্ন তুলছেন। আপনি কোথায় নেমে যেতে চান? প্রতিনিধিকে প্রশ্ন করেন, কেন জানতে চাইলে কেরানী বলেন, কারো যদি লঞ্চের সেবা ভালো না লাগে আমাদের কিছু করার নাই। কারো ভালো না লাগলে আমরা তাকে জোর করে যাতায়াত করতে বলিনা। যাত্রীদের ভালো লাগা না লাগা নিয়ে কর্তৃপক্ষ লঞ্চ চালায় না। লঞ্চের কেরানীর এমন অসৌজন্য মুলক আচরন প্রতিনিয়ত সহ্য করছেন বরকল উপজেলার যাত্রী সাধারন।