শুক্রবার ● ৩০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » সামগ্রিক উন্নয়নের একটি অংশ পার্বত্য চট্টগ্রাম - ড. শিরীন শারমিন চৌধুরী (ভিডিও সহ)
সামগ্রিক উন্নয়নের একটি অংশ পার্বত্য চট্টগ্রাম - ড. শিরীন শারমিন চৌধুরী (ভিডিও সহ)
জুঁই চাকমা :: বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের একটি অংশ পার্বত্য চট্টগ্রাম, “বাংলাদেশে অলাইন মিডিয়ার উন্নয়ন ও বাংলাদেশকে একটি ডিজিটাল রাষ্ট্রে পরিণত করতে আলাদা আইনের প্রয়োজন হলে জাতীয় সংসদে সেটা গুরুত্ব পাবে৷” বাংলাদেশের প্রথম নারী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার কার্যালয়ে গত ২৭ অক্টোবর সিএইচটিমিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন৷
নারীর ক্ষমতায়নের দৃষ্টান্ত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ২০০০ সালে যুক্তরাজ্যের এসেক্স বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পিএইচডি লাভ করেন, সাবেক মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, কমনওয়েলথ পার্লামেন্টারী এসোসিয়েশনের চেয়ারপাসনসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন ৷ নারীর ক্ষমতায়নের জন্য পুরষ্কার প্রাপ্ত এই নেতা- নারীর ক্ষমতায়ন, পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, দেশের উন্নয়নে অনলাইন মিডিয়ার ভুমিকা ও বাংলাদেশ ডিজিটাল করার জন্য সরকারের পদক্ষেপ ইত্যাদি গুরুত্বপুর্ণ বিষয়ে স্বাক্ষাতকার প্রদান করেন ৷
উল্লেখ্য বাংলাদেশকে একটি আধুনিক ও ডিজিটাল রাষ্ট্রে পরিনত করার জন্য বর্তমান সরকারের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন “ডিজিটাল বাংলাদেশ” ভিশন ২০২১ ৷ (বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করুন)
আপলোড : ৩০ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.০৪ মিঃ