সোমবার ● ১২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিআরবি ক্যাবলসের নাম দিয়ে নকল বিআরবি ক্যাবল এ বাজার সয়লাব
বিআরবি ক্যাবলসের নাম দিয়ে নকল বিআরবি ক্যাবল এ বাজার সয়লাব
রাউজান প্রতিনিধি :: (২৮ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.১২মি.) চট্টগ্রাম জেলা শহরের কদমতলীর মোড় থেকে ৯ ডিসেম্বর তারিখে ৩০২৯ কোয়ালিটির ২০০মিটার তার (ক্যাবল), ৩০৩৬ কোয়ালিটির ১০০ মিটার তার কিনে আনেন নয়ন বড়ুয়া তার বাড়িতে ব্যবহারের জন্য। বাড়িতে আনার পর বৈদ্যুতিক মিস্ত্রিকে যখন দেখালেন তখন মিস্ত্রি তার গুলি দেখে বলেন এগুলো নকল তার, আসল বিআরবি ক্যবলসের তার নয় । তখন রাউজান পৌরসভার হার্ডওয়্যারের এক দোকান থেকে আবার বিআরবি ক্যাবলসের ১০০ মিটার তার কিনে আনেন তিনি। তার আনার পর মিলিয়ে দেখলেন বাহির থেকে নাম, কোম্পানির ঠিকানা, মোড়ক সব কিছু দেখতে একই রকম হলেও ভিতরে অনেক পার্থক্য। যা সাধারণ মানুষের বোধগম্য হওয়ার কথা নয়।
এখন কথা হলো যারা সাধারণ ব্যবহারকারী তাদের বুঝতে পারার কথা নয় কোনটা আসল বিআরবি আর কোনটা নকল বিআরবি তার বা ক্যাবলেসের। এই যে বিআরবি ক্যাবলসের নকল তার বাজারে এভাবে সয়লাব করেছে এবং সাধারণ গ্রাহক কিনে প্রতারিত হচ্ছে এগুলো দেখার দায়িত্ব প্রথমে কি বিআরবি ক্যাবলেসের কোম্পানির উপর বার্তায় ? বিভিন্ন নামি দামি কোম্পানির প্রতিনিয়ত পণ্য নকল হয়, এবং মাঝে মাঝে মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানা হয় এইটা নতুন কথা নয়। কিন্তু কোম্পানিগুলো যদি তাদের পণ্যের ব্যাপারে সজাগ থাকে মাঝে মাঝে বাজার তদারকি করে তাহলে নকল পণ্যের সরবরাহ একেবারে বন্ধ না হলেও অনেকটাই কমে যাবে। আর নয়ন বড়ুয়া’র মতো সাধারণ গ্রাহকেরা প্রতারিত হওয়ার হাত থেকে কিছুটা হলেও রক্ষা পাবে।