সোমবার ● ১২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বৈচিত্র বাসনা শিক্ষক সুকৃতির প্রথম কাব্যগ্রন্থ
বৈচিত্র বাসনা শিক্ষক সুকৃতির প্রথম কাব্যগ্রন্থ
ষ্টাফ রিপোর্টার :: কবি সাহিত্যিকরা হচ্ছেন সমাজ ও জাতির অমূল্য সম্পদ। যা হারালে পাওয়া যায় না। নিজের মেধা দিয়ে কবিতা ও সাহিত্য লেখা সমাজের বাস্তবতটা তুলে ধরেন তারা। ১১ ডিসেম্বর রবিবার সকালে কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে “ বৈচিত্র বাসনা ” কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এই সব কথা বলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকৃতি ভট্টাচার্য্য এর প্রথম কাব্যগ্রন্থ “ বৈচিত্র বাসনা ” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্টানে রাঙামাটি সদর উপজেলা শিক্ষা অফিসার ত্রিরত্ন চাকমা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক গিরিদার্পণ সম্পাদক একেএম মকছুদ আহমেদ, রাঙামাটি পৌরসভার প্যানল মেয়র জামাল উদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এ এস এম মনির উদ্দিন, কাঠালতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম। এসময় বৈচিত্র বাসনা কাব্যগ্রন্থের লেখক সুকৃতি ভট্টাচার্য্য বলেন, আমি একজন শিক্ষক। এটিই আমার বড় পরিচয়, এটিই আমার গর্ব। হাটি হাটি পা পা করে ৩৩ বছর পার হয়ে গেল শিক্ষকতা পেশা। লেখার অভ্যাস শিক্ষকতা জীবনের প্রথম থেকে। তারপরও নিজেকে প্রকাশ করতে অনেক সময় কাটিয়ে ফেলি। বর্তমানে দেয়ালিকা ও ম্যাগাজিনে আমার লেখা প্রকাশিত হচ্ছে। ক্রমশ বেশী করে লিখতে শুরু করি। আমি আমার কবিতার মাধ্যমে চিরাচরিত জীবনের চিত্র তুরে ধরার চেষ্টা করছি। সামাজিক পারিপার্শ্বিক, সুখ দুঃখের প্রেম ভালোবাসার কথা ছন্দের মাধ্যমে ফুটিয়ে তোলার প্রয়াশ মাত্র। কারো কিছু ভালো মন্দ মন্তব্যই হবে আমার প্রেরনা। সব মিলিয়ে ছোট্ট ইচ্ছে প্রকাশ করার প্রচেষ্টা সার্থক হলে নিজেকে ধন্য মনে করবো।