সোমবার ● ১২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশন এর আত্মপ্রকাশ
রাঙামাটিতে ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশন এর আত্মপ্রকাশ
ষ্টাফ রিপোর্টার :: (২৮ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.১৫মি.) রাঙামাটি পার্বত্য জেলার দেশী ও বিদেশী পর্যটকদের বিভিন্ন সময় রাঙামাটি জেলায় ভ্রমনকালীন সবধরনের সহায়তা দিতে রাঙামাটিতে ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশন আত্মপ্রকাশ করেছে।
১২ ডিসেম্বর সোমবার বিকাল ৩টায় কলেজ গেইট এলাকায় স্থানীয় একটি হোটেলে রাঙামাটি ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশন নামক সংগঠটি আত্মপ্রকাশ করে।
বিভিন্ন দর্শনীয় স্থান চিহ্নিতকরনে সহায়তা দেওয়া, জেলার সঠিক তথ্য পর্যটকদের কাছে উপস্থাপন করা ও রাঙামাটি পার্বত্য জেলার পর্যটন শিল্পের উন্নয়ন এবং বিকাশের লক্ষ্যে জেলার স্থানীয় শিক্ষিত বেকার যুবদের নিয়ে রাঙামাটি ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশন পরিচালনা করার লক্ষ্যে ১৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক মো. আব্দুল মান্নান রানা যুগ্ম আহবায়ক চন্দ্রিকা চাকমা যুগ্ম আহবায়ক সুগত চাকমা, সদস্য সচিব জুঁই চাকমা, সদস্য অন্তিম খীসা, সদস্য মিনিলা চাকমা, সদস্য মো. এমদাদ উল্ল্যা, সদস্য কনক চাকমা, সদস্য মিঠুন মন্ডল, সদস্য অনিল কান্তি চাকমা, সদস্য পম্পী বড়ুয়া, সদস্য মালেকা তঞ্চঙ্গ্যা ও সদস্য জেসমিন পাংখোয়া ।
আবাসিক হোটেল মোটেল বিভিন্ন যানবাহন পর্যটকদের কাছ থেকে অনিয়ম মাফিক ভাড়া আদায় ও টোল আদায় এসব পর্যটকদের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, প্রতি মৌসুমে বিমুখ হচ্ছে হাজার হাজার পর্যটক। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলকে পর্যটন শিল্পে প্রাধান্য দিয়ে গ্রহন করা পরিকল্পনায় স্বেচ্ছায় সহায়তা করনের সদিচ্ছা নিয়ে রাঙামাটি ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশন আত্ম প্রকাশ করলো বলেন সংগঠনটির সদস্য সচিব জুঁই চাকমা।
দেশে ও বিদেশের যেকোন পর্যটক একক ও দলগতভাবে রাঙামাটি ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশনের সহায়তা নিতে ০১৬৮৩২৪৯৫৪১ ও ০১৫৫৭৪১২৫৭০ নাম্বারে এবং ই-মেইল [email protected] যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।