সোমবার ● ১২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » সীতাকুন্ডে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
সীতাকুন্ডে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
চট্টগ্রাম প্রতিনিধি :: (২৮ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.৪৭মি.) উপজেলা প্রশাসন সীতাকুন্ড ও সীতাকুন্ড উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ১২ ডিস্বেবর সোমবার সকাল ১১ টায় সীতাকুন্ড উপজেলা মিলনায়তনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৬ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সীতাকুন্ড উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিতি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ্ব মো. দিদারুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুন্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আল মামুন, ও সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি - তদন্ত) মোজাম্মেল হক, দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম এর সহকারী উপ পরিচালক মো. ওহিদুজ্জামান, সীতাকুন্ড উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আধ্যাপক এসএম ইকবাল আহমেদ।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন সীতাকুন্ড উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মো. মাহাবুবর রহমান।
এছাড়া সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সুশীল সমাজ প্রতিনিধি ও শিক্ষক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় অংশগ্রহন করেন।
আলোচনা সভায় বক্তরা বলেন, বর্তমান সরকার আমাদের দেশকে দুর্নীতি মুক্ত করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করছে। যার পরিপ্রেক্ষিতে আজ দেশের প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গ্রঠন করা হচ্ছে। দুনীতি আজ আজাদের দেশে একটি স্বাভাবিক প্রক্রিয়া হয়ে গেছে। দেশের প্রতিটি ক্ষেত্রে দেখা যায় দুর্নীতির ছোঁয়া। দুর্নীতি করে কখনো দেশকে এগিয়ে নেয়া যাবে না। আমরা কিভাবে দেশকে সামনে এগিয়ে যাব তা আমাদের ঠিক করতে হবে। সারা বিশ্বে দুর্নীতি চলছে অবাধে। এই দুর্নীতি প্রতিরোধে আজ সারা বিশ্ব সোচ্চার এবং সারা বিশেষ একসাথে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হচ্ছে। দুর্নীতি বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যেখানে দূর্নীতি সেখানে প্রতিবাদের ব্যবস্থা করতে হবে। এই দেশ আমাদের সবার, তাই এই দেশের উন্নয়নে আমাদের সকলকে দুর্নীতির বিরুদ্ধে এক হতে হয়ে কাজ করা প্রয়োজন।
দুর্নীতি যেখানে দেখবে সেখানে তাদের প্রতিবাদ করতে হবে। দেশে কেউ আইনের উর্ধ্বে কেউ নই, এটা যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে কোন সমস্যা নেই। দুর্নীতি মানে কেবল টাকা পয়সা নয়। ক্লাসে ঠিকভাবে না পড়ালে সেটাও দুর্নীতি,ডাক্তার হাসপাতালে রোগীকে যদি চিকিৎসা না করে চেম্বারে যাবেন সেটাও দুর্নীতি। এই সব বিষয়ে আমাদের সচেতন হতে হবে। আজ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাই যদি যার যার অবস্থান থেকে সজাগ হই এবং যারা যার অবস্থান থেকে সোচ্ছার হই তাহলে ভবিষ্যতে আমাদের দেশে দুর্নীতি অনেকাংশে কমে আসবে।