মঙ্গলবার ● ১৩ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে গার্মেন্টসে আগুন আতঙ্কে হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
গাজীপুরে গার্মেন্টসে আগুন আতঙ্কে হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে বীকন নিটওয়্যার (ডটকম) নামের পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন।
১২ ডিসেম্বর সোমবার সকাল ৯টার দিকে ওই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
গুরুতর আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন মায়া (২৭), মৌসুমী (২৬) ও নিলুফা (২৭)। বাকী দু‘জনের নাম জানা যায়নি।
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. রফিক উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, তারা কারখানায় পৌঁছানোর আগেই ৬তলা ভবনের ২য় তলায় সৃষ্ট আগুন শ্রমিকরা নিভিয়ে ফেলেন। এ সময় আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে কর্তৃপক্ষ।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি কার্টনে আগুন ধরে গিয়ে ধোঁয়ার সৃষ্টি হলে আগুনের সাইরেন বাজানো হয়। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে কারখানার শ্রমিকরাই ওই আগুন নিভিয়ে ফেলেন।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, হাসপাতালে ওই কারখানার আহত ৫৫ জন শ্রমিক চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, ১৯ জনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও বাকি ২৯ জন শ্রমিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।