শুক্রবার ● ৩০ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » খেলা » ইস্ট বেঙ্গলকে হারিয়ে চট্টগ্রাম আবাহনী জয়ী
ইস্ট বেঙ্গলকে হারিয়ে চট্টগ্রাম আবাহনী জয়ী
চট্টগ্রাম প্রতিনিধি :: শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ফাইনালে কলকাতার ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব কিংফিশার ইস্ট বেঙ্গলকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্বাগতিক চট্টগ্রাম আবাহনী।
আন্তর্জাতিক পর্যায়ে এবারই প্রথম কোনও শিরোপা জিতলো চট্টগ্রাম আবাহনী।
শুক্রবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই দুর্দান্ত খেলতে থাকে চট্টগ্রাম আবাহনী। তারপরও ম্যাচের ১০ মিনিটে ১-০ গোলে পিছিয়ে যায় স্বাগতিকরা। কিন্তু বিরতিতে যাওয়ার কিছুক্ষণ আগে ম্যাচের ৪৫ মিনিটে চট্টগ্রাম আবাহনীর এলিটা কিংসলে গোল করে দলকে ১-১ সমতায় ফেরান।
বিরতির পর দারুণভাবে জ্বলে উঠে চট্টগ্রাম আবাহনী। যেন ইস্ট বেঙ্গলের খেলোয়াড়রা স্বাগতিকদের কাছে পাত্তাই পাচ্ছিলো না।
ম্যাচের ৫৪ মিনিটে এলিটা তার দ্বিতীয় গোল করে দলকে এগিয়ে নেন। এর ঠিক দুই মিনিট পরেই মিডফিল্ড থেকে বল টেনে নিয়ে ডিবক্সের ভেতর বল পাঠান নাইজেরিয়ারন তারকা এলিটা কিংসলে। ইস্ট বেঙ্গলের দুজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে চট্টগ্রাম আবাহনীর তারকা খেলোয়াড় হেমন্ত দুর্দান্ত হেডে দলকে ৩-১ এর লিড পাইয়ে দেন। এরপর আর কোনও দল গোল করতে পারেনি।
এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে কলকাতা ইস্ট বেঙ্গলের কাছে ২-১ ব্যবধানে হেরেছিলো চট্টগ্রাম আবাহনী। আজ তার দারুণ একটি প্রতিশোধ নিলো স্বাগতিকরা।
সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনী ডি স্পিন ঘার বাজানকে ৩-১ গোলে ও ঢাকা মোহামেডানকে ৩-০ গোলে হারায় ইস্ট বেঙ্গল।
এই টুর্নামেন্টে মোট আটটি ক্লাব অংশ নেয়। ক্লাবগুলি হলো চট্টগ্রাম আবাহনী, ঢাকা আবাহনী, ঢাকা মোহামেডান, কলকাতার কিংফিশার ইস্টবেঙ্গল ও কলকাতা মোহামেডান, শ্রীলঙ্কার সলিড এফসি, পাকিস্তানের করাচি ইলেক্ট্রিক ও আফগানিস্তানের ডি স্পিন ঘার বাজান।
আপলোড : ৩০ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১১.৫২ মিঃ