বুধবার ● ১৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » সিরাজগঞ্জে ৩ লাশ উদ্ধার : আটক ৫
সিরাজগঞ্জে ৩ লাশ উদ্ধার : আটক ৫
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (৩০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৩০মি.) সিরাজগঞ্জে পৃথক ঘটনায় নিহত ৩ জনের লাশ উদ্ধার ও একটি ঘটনায় ৫ জনকে করেছে পুলিশ। এদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলো, এনায়েতপুর থানার ঝাউপাড়া গ্রামের আনছার আলীর মেয়ে খাদিজা খাতুন (১৮) ও নাটোরের গুরুদাসপুর উপজেলার শাহপুর গ্রামের মৃত ফকিম শেখের ছেলে রফিকুল ইসলাম (৬০)। খাদিজা খুনের সাথে জড়িত সন্দেহে পুলিশ ৫ জনকে আটক করেছে। এরা হলো, শাহজাদপুর উপজেলার ধরজামতৈল গ্রামের ইব্রাহিম হোসেন (৬২), রফিকুল ইসলাম (৩০), রমজান আলী (২৫) এবং এনায়েতপুরের ঝাউপাড়ার ভোলা (৩০) ও ইসমাইল হোসেন (৬০)।
এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে জানান, এনায়েতপুর থানার খুকনি ঝাউপাড়া গ্রামের খাদিজা ও সুতার দোকানের কর্মচারী একই গ্রামের ইউসুফের সাথে কয়েক বছর যাবত প্রেমের সম্পর্ক চলছিল। এ অবস্থায় খাদিজা তার প্রেমিককে বিয়ের জন্য চাপ দিলে সে অপারগতা প্রকাশ করে। এ কারনে ১৩ ডিসেম্বর মঙ্গলবার সকালে পাশ্ববর্তী শাহজাদপুর উপজেলায় ধরজামতৈল গ্রামে অবস্থিত প্রেমিক ইউসুফ আলীর বোন জামাইয়ের বাড়িতে খাদিজা আশ্রয় নেয়। একপর্যায়ে ইউসুফের স্বজনরা তাকে মারপিট করে গুরুতর আহত করে। খবর পেয়ে খাদিজার বাবা ওই বাড়ি থেকে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে সে মারা যায়। সন্ধ্যায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে প্রেমিক ইউসুফ আলীর ৫ স্বজনকে আটক করা হয়।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হক সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম’কে জানান, ঘটনাস্থল শাহজাদপুর উপজেলায় হওয়ায় এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য আজ দুপুরে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মঞ্জুর রহমান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম’কে জানান, সকালে উপজেলার হামকুড়িয়া ব্রীজের নিচে পানিতে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেয়। দুপুরে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। নিহত রফিকুল ইসলাম (৬০) নাটোরের গুরুদাসপুর উপজেলার শাহপুর গ্রামের মৃত ফকিম সেখের ছেলে। তার শরীরে কোন আঘাতের চিহৃ পাওয়া যায়নি।
ওসি আরও জানান, মঙ্গলবার বিকেলে তাড়াশের নওগা জিন্দানী মাজারে নেশা গ্রস্থ অবস্থায় অজ্ঞাতনামা এক পাগল অসুস্থ হয়ে পড়লে এক ভ্যান তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে রেখে যায়। চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর সকালে সে মারা যায়। তার আনুমানিক বয়স ৫৫ বছর। পরিচয় পাওয়া যায়নি। তাকে লাশ দাফনের জন্য আঞ্জুমান মফিদুলে হস্তান্তর করা হবে।