বুধবার ● ১৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
বান্দরবানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
মো: নুর হোসেন, বান্দরবান প্রতিনিধি :: (৩০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৫৯মি.) বান্দরবানে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং বান্দরবান ট্রাস্টের তহবিল হতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি বিতরণ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি’র তহবিলের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১৪ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে বান্দরবান জেলা প্রশাসন এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন উদয় সংকর চাকমা, বান্দরবান জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এ.কে.এম জাহাঙ্গীরসহ বিভিন্ন সরকারী কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
এ আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আহবানে এদেশের সকল শ্রেনির জনগণ মুক্তি যুদ্ধে ঝাপিয়ে পড়ে। যার যা আছে তা নিয়েই একে একে পাক হানাদারদের প্ররাস্ত করতে থাকে। পাক হানাদাররা কোন উপায়ান্তর না দেখে আজকে এই দিনে এদেশের বুদ্ধি জীবীদের নির্বিচারে হত্যা করতে থাকে। তার পরও আমাদের এই দেশের মুক্তি যোদ্ধারা থেমে থাকেনি, বিভিন্ন কৌশল অবলম্ভন করে পাক হানাদারদের প্ররাস্তের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশকে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করায়।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়।