বুধবার ● ১৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » আলীকদমে কৃষি ব্যাংকের মূল ফটকে পশুর হাট
আলীকদমে কৃষি ব্যাংকের মূল ফটকে পশুর হাট
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৩০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৭মি.)
বাংলাদেশ কৃষি ব্যাংক আলীকদম শাখার মূল ফটকে সাপ্তাহিক পশুর হাট বসায় চরম ভোগান্তিতে পড়েছে গ্রাহকরা। বাদ পড়ছেনা ব্যাংক কর্মকর্তা কর্মচারীদেরও। ভোগান্তি কমাতে কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন গ্রাহকরা। সমস্যার কথা স্বীকার করে কৃষি ব্যাংক ব্যবস্থাপক মাহবুবুল আলম বলেন, রাস্তার ওপর পশুর হাট বসায় শুধু গ্রাহক নয়, ব্যংকের কর্মকর্ত-কর্মচারীদের চলাচলেও ভোগান্তি হচ্ছে। সংশ্লিষ্ট ইজারাদারকে বলার পরও সুরাহা হচ্ছে না। এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে শ্রীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।
সরেজমিন দেখা যায়, কৃষি ব্যাংকের সামনের চলাচল রাস্তার ওপর প্রতি সোমবার সাপ্তাহিক পশুর হাট বসে। এতে ব্যাংকে আগত গ্রাহকদের চলাচলে ভোগান্তি বাড়ে। এছাড়াও ব্যাংকের স্বাভাবিক পরিবেশেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ পশুর হাটটি কৃষি ব্যাংক রাস্তাসহ পার্শ্ববর্তী প্রেসক্লাব চত্ত্বরে বসতো। সম্প্রতি প্রেসক্লাবে সীমানা প্রাচীর নির্মান করার ব্যাংকের রাস্তার ওপর পশু বিক্রেতা ও ইজারাদারের উৎপাত বৃদ্ধি পেয়েছে।