বুধবার ● ১৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » আগামী প্রজন্মের কাছে বুদ্ধিজীবি দিবসের তাৎপর্য তুলে ধরতে হবে: ইউএনও মাটিরাঙ্গা
আগামী প্রজন্মের কাছে বুদ্ধিজীবি দিবসের তাৎপর্য তুলে ধরতে হবে: ইউএনও মাটিরাঙ্গা
অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধ :: (৩০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাঙলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৫মি.) মাটিরাঙ্গায় নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে শহীদ বৃদ্ধিজীবি দিবস। দিবসটি উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর বুধবার বেলা ১১টার দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান।
আলোচনা সভায় বুদ্ধিজীবি দিবসের তাৎপর্য তুলে ধরে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মনছুর আলী, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহাদাত হোসেন টিটো ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের যুগ্মআহবায়ক সুবাস চাকমা প্রমুখ বক্তব্য রাখেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান এসময় বলেন, এ দেশ আমাদের মায়ের মতো, মাকে আমরা যেমন ভালোবাসি তেমনি দেশটাকেও সকলকে ভালো বাসতে হবে। তাই আসুন আমরা সকলে মিলে দেশকে সুন্দর ভাবে গড়ে তুলি। তিনি শহীদ বুদ্ধিজীবিদের শ্রদ্ধার সাথে স্বরণ করে বলেন, বুদ্ধিজীবিদের আত্মত্যাগই আমাদের অর্জন বিজয়।
বুদ্ধিজীবি দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে পৌছে দেয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, তবেই দেশের জন্য বুদ্ধিজীবিদের আত্মত্যাগ সার্থক তা পাবে।
আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম ও মো: দেলোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, শিক্ষক ওসাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।