বুধবার ● ১৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » জয়যাত্রা-বিএসজেসি ক্রীড়া উৎসব শুরু
জয়যাত্রা-বিএসজেসি ক্রীড়া উৎসব শুরু
ক্রীড়া প্রতিবেদক :: (৩০ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৪২মি.) বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্টস কমিউনিটির ব্যবস্থাপনায় এবং জয়যাত্রা ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে জয়যাত্রা-বিএসজেসি ক্রীড়া উৎসব ২০১৬। ১৪ ডিসেম্বর বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ক্রীড়া উৎসব এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, এমপি।
এসময় জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপারসন হেলেনা জাহাঙ্গীর, বাংলাদেশ এ্যাথলেটিক ফেডারেশন সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম চেঙ্গিস জয়যাত্রা ফাউন্ডেশনের উপদেষ্টা সাহিদুর রহমান টেপা, সিনিয়র ভাইস চেয়ারম্যান মীর মো. মোতাহার হাসান ,ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার পারভেজ আহমেদ সাধারন সম্পাদক কমোডর(অব:) এসএমডব্লিউ জামান, ট্রাস্টি মুস্তাফিজ শাফি, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মো. ইয়াহিয়া, ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী, সহ সভাপতি আবু দারদা যোবায়ের, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটির সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, ক্রীড়া উৎসবের আহবায়ক সাকির রুবেন ও সদস্য সচিব আনোয়ার হোসেনসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
এবারের ক্রীড়া উৎসবে ৬টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। এগুলো হচ্ছে অ্যাথলেটিক, দাবা, ক্যারম, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও শ্যুটিং।
উদ্বোধনী দিনে ১০০ মিটার স্পিন্ট অনুষ্ঠিত হয়। এতে জিটিভির সাবেক স্পোর্টস রিপোর্টার আল আমিন সবুজ বিএসজেসি’র দ্রুততম মানব হন।
এছাড়া বাংলাদেশ প্রতিদিনের মেজবা দ্বিতীয় ও স্পোর্টস লাইফ ২৪ এর মুশফিক তৃতীয় হন।