বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে আপদকালীন কর্মপরিকল্পনার গুরুত্ব বিষয়ক কর্মশালা
গাজীপুরে আপদকালীন কর্মপরিকল্পনার গুরুত্ব বিষয়ক কর্মশালা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১ পৌঁষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০মি.) গাজীপুরে নগর সহনশীলতা বৃদ্ধিতে ঝুঁকি হ্রাস ও আপদকালীন কর্মপরিকল্পনার গুরুত্ব এবং করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে গাজীপুর নগর ভবনের সম্মেলন কক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
গাজীপুর সিটি কর্পোরেশন ও কেয়ার বাংলাদেশ আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা কে.এম রাহাতুল ইসলাম।
গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব মো. আসলাম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক মোঃ গিয়াস উদ্দীন আহমেদ। কর্মশালায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সাইন্সের ডিন অধ্যাপক ডঃ এ.এস.এম মাকসুদ কামাল।
অন্যান্যের মাঝে আরো বক্তব্য রাখেন কেয়ার বাংলাদেশ-এর টিম লিডার পলাশ মন্ডল, সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার বিশ্বজিৎ কুমার রায়, কাজী আজিম উদ্দিন কলেজের সহযোগী অধ্যাপক মুকুল কুমার মল্লিক, সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো. খায়রুল আলম, কাউন্সিলর মো. সুলতান উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোসা. শাহনাজ পারভীন, সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুরের রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল অফিসার মো. মেহেদী হাসান, সেচ্ছাসেবী নুরজাহান আক্তার শিউলী প্রমুখ।
কর্মশালায় দূর্যোগ সহনশীলতা বৃদ্ধির কারণে টঙ্গী ও কোনাবাড়ীর ৬টি বস্তি এলাকায় বসবাসরত বিপদাপন্ন মানুষের সহায়তায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ব্যবস্থাপনা কমিটি ২০০ জন সেচ্ছাসেবককে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া বর্জ ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ, রাস্তায় সোলার বাতি স্থাপন কার্যক্রমের কথা উপস্থাপন করেন বক্তারা।
কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিকসহ অন্যান্য সরকারী-বেসরকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সদস্যারা উপস্থিত ছিলেন।