বৃহস্পতিবার ● ১৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » চট্টগ্রামে বিকেএসপি তৃণমূল কাপ ক্রিকেট টূর্ণামেন্ট শুরু
চট্টগ্রামে বিকেএসপি তৃণমূল কাপ ক্রিকেট টূর্ণামেন্ট শুরু
ক্রীড়া প্রতিবেদক :: (১ পৌঁষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৫মি.) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বিকেএসপি তৃণমূল কাপ অনূর্ধ-১৪ ক্রিকেট টূর্ণামেন্ট ১৫ ডিসেম্বর সকালে চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে শুরু হয়েছে । টূর্ণামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও বিসিবি’র সহ-সভাপতি আলহাজ্জ্ব আ জ ম নাসির উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপি’র পরিচালক (প্রশিক্ষণ) মো. মোশারফ হোসেন মোল্লা। উদ্বোধনী খেলায় ব্রাক্ষ্মনবাড়িয়া ৪৫ রানে নোয়াখালী জেলা দলকে পরাজিত করে শুভ সূচনা করেছে। নির্ধারীত ২৫ ওভারের ম্যাচে ব্রক্ষ্মনবাড়িয়া জেলা দল ১০৪ রান করে। পক্ষান্তরে নোয়াখালী জেলা দল ৫৯ রানে অল আউট হয়ে ৪৫ রানে পরাজিত হয়।
দিনের দ্বিতীয় খেলায় কুমিল্লা ও ফেনী জেলা দলের মধ্যকার খেলায় ফেনী ৬৮ রানে কুমিল্লা জেলা দলকে পরাজিত করে শুভ সূচনা করে।
৭দিন ব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল ও বিকেএসপি’র তৃণমূলের ৩টি দল(লাল, সাদা ও সবুজ)সহ মোট ১৪টি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতাটি প্রথম পর্বে নক আউট পদ্ধতিতে পরিচালিত হবে এবং দুই গ্রুপের সেরা চারটি দল সেমিফাইনাল এবং সেমিফাইনালিস্ট দুটি দল ফাইনাল খেলবে ।