শুক্রবার ● ১৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে শ্রদ্ধায় স্মরণে উদযাপিত হলো মহান বিজয় দিবস
বান্দরবানে শ্রদ্ধায় স্মরণে উদযাপিত হলো মহান বিজয় দিবস
মো: নুর হোসন, বান্দরবান প্রতিনিধি :: (২ পৌঁষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৯মি.) বান্দরবানে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। সারাদেশের ন্যায় নানা আয়োজনের মধ্যেদিয়ে দিবসটি পালন করা হয়েছে বান্দরবানেও। দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে ৪৫তম মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু করা হয়। দিবসের কর্মসূচির অংশ হিসেবে ১৬ তারিখ শুক্রবার ভোরে মেঘলাস্থ পার্বত্য জেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় স্মৃতি সৌধে আনুষ্ঠানিকভাবে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণ এবং জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ মুক্তিযোদ্ধা সংসদ এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকেও পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। একই সাথে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলক সর্বসাধারণের পুস্পস্তবক অর্পণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। সকাল ৬ টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ব্যক্তিমালিকানাধীন ভবনে সঠিক পরিমাপের জাতীয় পতাকা উত্তোলন এবং সন্ধ্যায় আলোকসজ্জার আয়োজন করা হয়। সূর্যোদয়ের পূর্বে বান্দরবানের পৌর এলাকাধীন সড়কসমূহ পতাকা দ্বারা সজ্জিতকরণ এবং বান্দরবান শহর ও বাজার এলাকা পরিস্কার-পরিচ্ছন্ন রাখা, একই সাথে দূর্ঘটনা রোধকল্পে পৌর এলাকার সকল সড়কে স্থাপিত স্পীড ব্রেকারগুলো উজ্জ্বল রং দিয়ে সজ্জিত করা হয়। পরে ১৬ডিসেম্বর শুক্রবার সকাল ৮.৩০ টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বান্দরবান স্টেডিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী করা হয়। এতে বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোররা কুঁচকাওয়াজ প্রদর্শন করে। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাঁর পাশে ছিলেন। এসময় প্রধান অতিথি সকলের উদ্দেশ্যে ভাষন দেন। সকাল ১১ টায় বান্দরবান স্টেডিয়ামে মহিলা ও শিশু ক্রীড়া এবং যেমন খুশী তেমন সাজ প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ১৫ই ডিসেম্বর সকাল ১০ টায় বান্দরবান স্টেডিয়ামে মহিলা ভলিবল/হ্যান্ডবল প্রতিযোগীতা, বিকাল ৩ টায় বান্দরবান শিশু একাডেমীতে চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগীতা এবং সুবিধামত সময়ে ম্যারাথ দৌড় প্রতিযোগীতা স্থান সুয়ালক বাজার পয়েন্ট হতে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় পর্যন্ত, টি-টুয়েন্টি ক্রিকেট ম্যাচ বান্দরবান স্টেডিয়ামে ও ভলিবল প্রতিযোগীতা স্থানীয় রাজার মাঠে অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ ই ডিসেম্বর বিকাল ৩ টায় বান্দরবান স্টেডিয়ামে প্রদর্শনী ফুটবল ও প্রীতি ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়, সন্ধ্যা ৭ টা হতে রাত ৮.৩০ টা পর্যন্ত বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট অডিটরিয়ামে স্থানীয় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান, আলোচনা সভা, কারাতে প্রদর্শনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৭ টায় বান্দরবান রাজার মাঠে স্বাধীনতা যুদ্ধের উপর চলচিত্র প্রদর্শনীর আয়োজনও করেছে।
পরিশেষে সুবিধামত সময়ে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে এবং মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা, বৌদ্ধ বিহার, অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়।