শুক্রবার ● ১৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
আলীকদমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২পৌঁষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৭মি.) জাতীয় দিবসের অংশ হিসেবে সারাদেশে একযোগে বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান। তারই ধারাহিকতায় আলীকদম উপজেলায় অনুষ্ঠানটি সম্পন্ন হলেও অনুষ্ঠানে দুএক জন নেতাকর্মী ছাড়া উপস্থিত ছিলেননা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের অধিকাংশ নেতৃবৃন্ধ। এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষক ও ছাত্র-ছাত্রীদেরও অনুপস্থিত থাকতে দেখা গেছে। ১৬ ডিসেম্বর শুক্রবার দুপুর বারটায় বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচীর বিশেষ অংশ ‘মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা’ অনুষ্ঠিত হয় আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে। এসময় মুক্তিযুদ্ধের চেতানয় বিশ্বাসী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি পরিচয়দানকারী বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্ধ এবং সরকারী ও বেসরকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষক ও ছাত্র-ছাত্রী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষসহ সকলের অংশগ্রহন না করাকে অপমানজনক বলে মনে করেছেন উপস্থিত মুক্তিযোদ্ধারা।
মুক্তিযোদ্ধ এম দিদার হোসেন তার বক্তব্যে বলেন, সরকার মুক্তিযোদ্ধাদেরকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করার প্রত্যয়ে কাজ করে গেলেও তা বাধাগ্রস্থ হচ্ছে শুধুমাত্র স্থানীয় নেতাকর্মদের দ্বারা। শিক্ষা প্রতিষ্টানগুলোতে দেশের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে অন্তর্ভুক্ত করার করা হলেও মুক্তযুদ্ধের প্রকৃত ইতিহাস ছাত্র-ছাত্রীদেরকে জানান দিতে শিক্ষকদের উদাশিনাতা পরিলক্ষিত হচ্ছে। তিনি আরো বলেন আলীকদম উপজেলা দীর্ঘ ৩ মাসেরও বেশি সময় ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ শূণ্য থাকায় আলীকদমের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ব্যহত হচ্ছে। এতসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা না থাকাটা দেশের জন্য নজির বিহীন ঘটনা বলে তিনি মনে করেন।
আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ইফতেখারুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মামুন ইয়াকুব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, ভাইস চেয়ারম্যান কাইনথপ ম্রো, ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন আলীকদম থানার অফিসার্স ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা প্রমূখ।