শুক্রবার ● ১৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের অনুধাবন করতে হবে: মনজুরুল আলম
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের অনুধাবন করতে হবে: মনজুরুল আলম
ষ্টাফ রিপোর্টার :: বর্তমানে বাংলাদেশ সামনে দিকে এগিয়ে যাচ্ছে। দেশে রিজার্ভ বৃদ্ধি পেয়েছে, জনগণ বিদ্যুতে সুবিধা পাচ্ছে, সরকারি টাকায় পার্বত্য চট্টগ্রাম এলাকা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কথাগুলো বলেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আয়োজিত মহান বিজয় দিবস অনুষ্ঠানে সভাপতি বোর্ডের সদস্য-বাস্তবায়ন মো. মনজুরুল আলম। তিনি বলেন ১৬ ডিসেম্বর সকলের জন্য এক গৌরবময় দিন। সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস, ত্যাগ স্বীকারের ইতিহাস ইত্যাদি সম্পর্কে আমাদের সকলকেই অনুধাবন করতে হবে। মুক্তিযুদ্ধে চেতনাকে ধারণ, লালন করার দায়িত্ব আমাদের সকলেরই।
মহান বিজয় দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর ০০.০১ মিনিটের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য-বাস্তবায়ন মো. মনজুরুল আলম এর নেতৃত্বে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ১৬ডিসেম্বর সকাল ৯ টায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের বঙ্গবন্ধু মূর্যালে পুষ্পস্তবক অর্পণ করেন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এরপর সকাল সাড়ে ৯টায় বোর্ডের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা, বোর্ডের কর্মরত এবং অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযু্দ্ধে শহীদ মুক্তিকামী সকল মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনায় মুক্তিযু্দ্ধ বিষয়ক স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সুশীল কান্তি বড়ুয়া এবং রণজিৎ কুমার বড়ুয়া। আরো স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বোর্ডের সদস্য প্রশাসন আশীষ কুমার বড়ুয়া এবং আইসিডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন। আমাদের সকলকেই দেশের জন্য ক্ষতিকর যে কোনো ষড়যন্ত্র,চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলেন মোহাম্মদ ইয়াছিন । আলোচনা শেষে বীর মুক্তিযোদ্ধাদের হাতে সংবর্ধনা উপহার সামগ্রী তুলে দেয়া হয়। বোর্ডের কর্মরত এবং অবসরপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধারা হলেন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, প্রীতি কান্তি ত্রিপুরা (অব.), মো. আতিয়ার রহমান (অব.), রণজিৎ কুমার বড়ুয়া (অব.), মো: আবুল কালাম আজাদ (অব.) এবং সুশীল কান্তি বড়ুয়া (অব.)।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বোর্ডের প্রশাসনিক কর্মকর্তা সাগর পাল, বোর্ডের কর্মচারী কল্যাণ পরিষদে সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম (বুলবুল), যুগ্ম-সম্পাদক মো: আবু বকর সিদ্দিক। পরে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মো. মনজুরুল আলম।