শুক্রবার ● ১৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বেতাগীতে বিজয় দিবস ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা
বেতাগীতে বিজয় দিবস ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা
বরগুনা প্রতিনিধি :: (২ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৩২মি.) বরগুনার বেতাগীতে যথাযোগ্য মর্যদায় ৪৫-তম বিজয় দিবস পালিত হয়েছে। আজ সকাল সাড়ে ৬টায় বেতাগী দুর্জয় স্তম্ভ স্মৃতিসৌধে পূস্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বেতাগী পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, বেতাগী সরকারি কলেজ, বেতাগী গার্লস স্কুল এ্যান্ড কলেজ, বেতাগী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়, করুনা মোকামিয়া কামিল মাদরাসা, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদ বেতাগী থানা।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান কবির, নির্বাহী
অফিসার এম এম মাহামুদুর রহমান, মেয়র এবিএম গোলাম কবির, মুক্তিযোদ্ধা
কমান্ডার আবদুল ওয়াজেদ হাওলাদার, উপজেলা পরিষদ মহিলা ভাইসচেয়ারম্যান
প্রভাষক আমিনা বেগম, ভাইস চেয়ারম্যান আবদুস সোবাহান, অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমান, অধ্যক্ষ মো. নুরল আমিন, মো. রফিকুল আমিন ও প্রধান শিক্ষক মো. গোলাম কবির প্রমুখ।
এদিকে পরে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম.এম মাহামুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান কবির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ এবিএম গোলাম কবির, বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন ও সাবেক পৌর মেয়র আবুল কাশেম।
অধ্যক্ষ মো. রফিকুল আমিনের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহন করেন নির্বাহী ম্যজিষ্ট্রেট মো. রবিউল ইসলাম ও উপজেলা আওয়মীলীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল ওয়াজেদ হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুর রাজ্জাক খান, মুক্তিযোদ্ধা
মোশারেফ হোসেন নসু, জলিলুর রহমান, পৌর আওয়ামীলীগ সভাপতি
আলহাজ্জ বাবুল আকতার, সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পান্না ও প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মজনু প্রমুখ।