শনিবার ● ১৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সিএইচটি মিডিয়া টুয়েন্টি ফোর ডটকম এর ২য় বর্ষপুর্তিতে কাউখালীতে র্যালী ও আলোচনা সভা
সিএইচটি মিডিয়া টুয়েন্টি ফোর ডটকম এর ২য় বর্ষপুর্তিতে কাউখালীতে র্যালী ও আলোচনা সভা
কাউখালী প্রতিনিধি :: (২ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪১মি.) বৈষম্য দুর হোক,মানবতার জয় হোক এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম অনলাইন পত্রিকার ২য় বর্ষপুর্তি ও ৩য় বর্ষে পদার্পন উপলক্ষে এক র্যালী,আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান ১৭ ডিসেম্বর শনিবার সকালে অনুষ্ঠিত হয়।
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম পত্রিকার ২য় বর্ষপুর্তি উপলক্ষে এক র্যালী উপজেলার গুরুত্বপুর্ন সড়ক প্রদিক্ষনশেষে কাউখালী উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক মো. ওমর ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচামং)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার, কাউখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের, সুর্য্যরে হাসি ক্লিনিকের ম্যানেজার বাবুল দেওয়ানজি, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম ।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মহিলা মেম্বার জোসনা বেগম,সাংবাদিক মো. জয়নাল আবেদীন, কাউখালী ক্ষুদ্র চা-চাষী সমবায় সমিতির সম্পাদক মো. বশির মিয়া, মো. আব্দুর রহিম, মো. রুবেল, মো. সোহেল, মো. তৌহিদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম অনলাইন পত্রিকাটি সংবাদ পরিবেশনে খুবই গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করছে। পার্বত্য এলাকার বিভিন্ন গুরুত্বপুণৃ সংবাদ প্রচারের মাধ্যমে আজ পত্রিকাটি সাধারন মানুষের মন জয় করেছে। পার্বত্য এলাকা সহ সারা দেশের অনেক গুরুত্বপুর্ণ সংবাদ প্রচারের ক্ষেত্রে ভুমিকা পালন করে আসছে। যেহেতু সারা বিশ্বে এখন মিডিয়া এগিয়ে যাচ্ছে সেখানে অনলাইন পত্রিকাগুলি গুরুত্ব দিন দিন বেড়েই চলছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন পাশাপাশি বক্তারা অনুষ্ঠানে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম’কে শুভেচ্ছা জানিয়ে সাফল্য কামনা করেন। আলোচনা সভা শেষে পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবর্গ সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম অনলাইন পত্রিকার ২য় বর্ষপুর্তির কেক কাটেন।