শনিবার ● ১৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে সিএইচটি মিডিয়া টোয়েন্টিফোর ডটকম এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
আলীকদমে সিএইচটি মিডিয়া টোয়েন্টিফোর ডটকম এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
হাসান মাহামুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৩ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৫মি.) পার্বত্য রাঙামাটি হতে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া টোয়েন্টিফোর ডটকম এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে বান্দরবানের আলীকদমে। ১৭ ডিসেম্বর শনিবার সকাল দশটায় আলীকদম প্রেস কাবে ঝাক-জমক পূর্ণভাবে দিবসটি উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএইচটি মিডিয়া টোয়েন্টিফোর ডটকম আলীকদম (বান্দরবান) প্রতিনিধি হাসান মাহামুদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা ভাইস চেয়ারম্যান কাইনথপ ম্রো, অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা, আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মার্মা, এস আই রবিন, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধুংড়ি মার্মা, সাবেক সাংগঠনিক সম্পাদক সমরঞ্জন বড়ুয়া, ইউপি সদস্য সন্দোশ দাশ, উপজেলা যুবলীগের সভাপতি এম কফিল উদ্দিন, ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার জিহাদ চৌধুরী, আলীকদম প্রেস কাবের সভাপতি মমতাজ উদ্দিন আহামেদ, সুশীল সমাজের প্রতিনিধি উইলিয়াম মার্মা ও জাহিদুল ইসলাম প্রমূখ।
এসময় উপস্থিত অতিথিরা অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া টোয়েন্টিফোর ডটকম সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন এবং সিএইচটি মিডিয়া টোয়েন্টিফোর ডটকম এর প্রকাশনা থেকে সব সময় বস্তু নিষ্ঠ সংবাদ প্রত্যাশা করেন। যা দেশ ও জনগনের কল্যানে আসবে। আলীকদম থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা এক অনানুষ্ঠানিক বক্তব্যে সিএইচটি মিডিয়া টোয়েন্টিফোর ডটকম এর সাফল্য কামনার পাশাপশি আরো বলেন, বিগত প্রায় চার মাস অতিবাহিত হল, আলীকদম উপজেলা নির্বার্হী কর্মকর্তার পদশুণ্য। যার কারণে আলীকদম উপজেলা উন্নয়ন প্রতিনিয়ত ব্যহত হয়ে আসছে। তিনি এব্যাপারে কর্তৃপক্ষের পস্তক্ষেপ কামনা করেন। তিনি আরো বলেন, আলীকদম থানায় একটি মাত্র পুলিশ ট্রান্সপোর্ট/পেট্রোল বাস আছে। কিন্তু দীর্ঘদিন যাবত সেটি অকেজো হয়ে পড়ে আছে। রাষ্ট্রীয় কোন কাজ আসলে ভাড়া গাড়ি ছাড়া কোন গাতি থাকেনা।
এছাড়াও আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একমাত্র এ্যাম্বুলেন্স একমাস ভাল থাকলে এগার মাস অকেজো হয়ে পড়ে থাকে। রোগীদের দুর্ভোগের অন্ত থাকেনা। এসব বিষয়ে তিনি কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।