শনিবার ● ১৭ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৩ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৪৫মি.) গাজীপুরে মাদক ব্যবসায়ী এক দম্পতিকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। এসময় তাদের কাছ থেকে চারশ’ পিছ ইয়াবা টেবলেট ও ইয়াবা বিক্রির নগদ ৩১ হাজার ৪৫৭ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- টঙ্গীর মাছিমপুর পশ্চিম পাড়ার মিল গেইট নিশাদ মহল্লার মো. শাহাব উদ্দিনের ছেলে মো. ফারুক হোসেন (৩৩) এবং ফারুকের স্ত্রী মোছা. সিমা বেগম (২৮)।
র্যাব-১ এর মেজর ইশতিয়াক আহমেদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর মাছিমপুর পশ্চিম পাড়ার মিল গেইট লাল মসজিদ নিশাদ মহল্লা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক ইয়াবা ক্রয়-বিক্রয় করছে এমন গোপন সংবাদ পেয়ে মেজর ইশতিয়াক আহমেদের নেতৃত্বে র্যাব-১ এর সদস্যরা ১৫ ডিসেম্বর বৃহষ্পতিবার মধ্যরাতে সেখানে অভিযান চালায়। এসময় র্যাব সদস্যরা মাদক ব্যবসায়ী মো. ফারুক হোসেন ও তার স্ত্রী মোছা. সিমা বেগম ৪’শ পিছ ইয়াবা টেবলেট ও ইয়াবা বিক্রির নগদ ৩১ হাজার ৪৫৭ টাকা সহ হাতে-নাতে আটক করে।
সিমার বিরুদ্ধে টঙ্গী মডেল থানায় নিয়মিত মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক ও নেশা জাতীয় দ্রব্য দেশের বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে তা নিজ বাড়িতে মজুদ ব্যবসা করে আসছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।