রবিবার ● ১৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বেতাগীতে গৃহবধূকে কুপিয়ে জখম : প্রাণ নাশের হুমকি
বেতাগীতে গৃহবধূকে কুপিয়ে জখম : প্রাণ নাশের হুমকি
মুতাসিম বিল্লা, বেতাগী প্রতিনিধি :: (৩ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.৩৯মি.) বরগুনার বেতাগীতে নুর নাহার বেগম ( ৩৫ ) এক গৃহ বধূকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জমি -জমা নিয়ে বিরোধের জের ধরে উপজেলার সড়িষামুড়ি ইউনিয়নের উত্তর বেতমোড় গ্রামে ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনায় ১৮ ডিসেম্বর রবিবার বেতাগী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। জানাগেছে, নুর নাহার বেগমের স্বামী মো. আব্দুস ছালাম বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে বাড়ির কাছাকাছি জমিতে
আমন ধান কাটতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে লাঠি ও দা নিয়ে ওৎ পেতে থেকে দেবর মো. ইলিয়াছ ( ৩০ ) এলোপাথাড়ি তাকে মারপিট শুরু করে। স্বামীর ডাক চিৎকার শুনে রক্ষার জন্য দৌড়ে গেলে দেবর মো. ইলিয়াছ দা দিয়ে নুর নাহার
বেগমের মাথায় কুপিয়ে গুরুতর জখম করে। টানাহেঁচড়া করে লজ্জা হানি ঘটায়। এক পর্যায়ে নুর নাহার বেগমের চিৎকারে লোকজন জড়ো হয়ে তাদের প্রান রক্ষা করে। এসময় শীঘ্রই বাড়ি ছেড়ে না গেলে তাদের প্রাণ নাশের হুমকি দেয় বলে নুর নাহার
বেগমের স্বামী আব্দুস ছালাম অভিযোগ করেন। পরে মুমূর্ষু অবস্থায় নুর নাহার কে বেতাগী হাসপাতালে ভর্তি করা হয়। বেতাগী উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ইকবাল হোসেন জানান, তার মাথায় গুরুতর জখম
রয়েছে। বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান এর সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় ৩ জনকে আসামী করে বেতাগী থানায় একটি মামলা
করা হয়েছে। আসামীদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে।