রবিবার ● ১৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জের কবরস্থানের জায়গা দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা
নবীগঞ্জের কবরস্থানের জায়গা দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা
নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :: (৩ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ২.৪৬মি.) নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের মুতাজিলপুর গ্রামের জনৈক লন্ডন প্রবাসী এক প্রভাবশালী কর্তৃক কবস্থানের জায়গা দখল করাকে কেন্দ্র করে মুতাজিলপুর গ্রামে সাধারন মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।
স্থানীয় সুত্রে জানা যায় উপজেলার ওই গ্রামের পুর্ব পুরুষের কবরস্থান মুতাজিলপুর মৌজাধীন, জে.এল নং- ১৪৭, ৩৭৪ খতিয়ানে, সাবেক দাগনং- ৮৪৮ বর্তমান দাগ নং- ৪৪০, পরিমান ২৮ শতক কবরস্থান রকম ভূমি ও সাবেক দাগ নং ৮৪৫ ভুমিতে যুগ যুগ ধরে ঐ যায়গা কবরস্থান হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। গত ১ বৎসর যাবত একই এলাকার জনৈক এক লন্ডন প্রবাসী কর্তৃক গ্রামের একমাত্র করবস্থানের জায়গাটি সু-কৌশলে জবরদখল করিতে মরিয়া হয়ে উঠে। তার এহেন কার্যকলাপে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে উঠেন। এমন কি বার বার বাধা নিষেধ করলেও সে তা তোয়াক্কা করেনি। এতে ফুসে উঠে মুতাজিলপুর গ্রামবাসী। অবশেষে ১৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যার পর গ্রামবাসী কবরস্থানের নিকটবর্তী স্থানে গ্রামের মসজিদের মাইকে ঘোষনা দিয়ে এক প্রতিবাদ সভার আয়োজন করেন। এতে শুরু হয় লন্ডন প্রবাসীর দৌড়ঝাপ। দেখা দেয় পক্ষে বিপক্ষে উত্তেজনা। প্রতিবাদ সভায় মুতাজিলপুর গ্রামের মসজিদের মুতাওয়ালি¬ আবুল হোসেন তালুকদার, গ্রামের মুসলি¬- হারুন মিয়া, আব্দুল্লাহ, আব্দুর রহিম তালকুদার, আব্দুর রউফ, মতিন মিয়া, আব্দুল মালিক, জিয়াউর রহমান, আকবর হোসেন তালুকদার, আজম উল্ল্যা, শাহিন মিয়া, কামাল মিয়া সহ অনেকই এই কবরস্থানের জায়গা জবরদখলের তিব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এই কবরস্থানে জায়গা প্রভাবশালীর নিকট থেকে উদ্ধার করা আমাদের ঈমানী দায়িত্ব। যে স্থানে আমাদের পূর্ব পুরুষ শায়িত রয়েছেন সে জায়গা যে কোন মূল্যে উদ্ধার করব এবং করতে হবে। এ ব্যাপারে প্রশাসনের আশু হস্থক্ষেপ কামনা করেন গ্রামবাসী।