রবিবার ● ১৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » পাবনা » সাংবাদিক সম্মেলনে জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও আ’লীগ নেত্রী পিয়ার অভিযোগ
সাংবাদিক সম্মেলনে জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও আ’লীগ নেত্রী পিয়ার অভিযোগ
ঈশ্বরদী প্রতিনিধি :: (৪ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৭মি.) পাবনা জেলা আওয়ামীলীগের কয়েকজন নেতা একটি চক্রের মাধ্যমে আমাকে হত্যার হুমকি দিচ্ছেন। একই সাথে তারা আমার কর্মীদের ও বিভিন্ন থানার ওসিদের মোবাইল ফোনে ভয়ভীতি প্রদর্শণ, নির্বাচন থেকে সরে দাঁড়ানো,প্রকাশ্যে ব্যালটে সীল মেরে নেওয়া এবং নির্বাচন বাঞ্চালেরও হুমকি দিচ্ছেন। ১৮ ডিসেম্বর রবিবার সকালে হাসপাতাল রোডের নিজ বাড়িতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে পাবনা জেলা পরিষদ নির্বাচনের একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামীলীগ নেত্রী মাহজেবিন শিরিন পিয়া এসব অভিযোগ করেন।
এ সময় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় পত্রিকার সম্পাদকরা উপস্থিত ছিলেন। সম্মেলনে পিয়া অভিযোগ করে আরো বলেন,নির্দলীয় নির্বাচন হবে বলে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। সে কারণে আমি ৬৪ জেলার মধ্যে একমাত্র নারী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য।
মনোনয়ন পত্র দাখিলের পর জেলা আওয়ামীলীগের একটি চক্র আমাকে মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য হুমকি দেয়। পাবনা শহরে আমার গাড়িকে বেরিকেড করার ঘোষণা দেওয়া হয়। সকল হুমকি ও বাধা উপেক্ষা করে নির্বাচন করছি। আমার অবস্থান ভাল দেখে এখন আমাকে হত্যার হুমকি দিয়ে ঘোষণা দেওয়া হয়েছে প্রকাশ্যে জোরপূর্বক ব্যালটে সীল মেরে নেওয়া হবে। এজন্য আমি ঐসব নেতাদের বিরুদ্ধে আচরণ বিধি লংঙ্গনের অভিযোগ এনে জেলা প্রশাসকসহ নির্বাচন কমিশনে লিখিত আবেদন করেছি । পিয়া হুমকি দাতাদের ইংগিত করে আরো বলেন,কালো টাকা ও পেশি শক্তি দিয়ে নির্বাচন হয়না।আমি নিজে শিক্ষিত ও প্রতিষ্ঠিত।
প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। জনগণ,ভোটার ও আল্লাহ আমার সাথে আছেন। আমাকে যতই হুমকি দেওয়া হোক আমি নির্বাচন থেকে এক পা ও সরবোনা।