রবিবার ● ১৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » আমাদের জ্ঞানে কর্মে স্বাধীনতাকে ধারণ করতে হবে
আমাদের জ্ঞানে কর্মে স্বাধীনতাকে ধারণ করতে হবে
প্রেস বিজ্ঞপ্তি :: ১৭ ডিসেম্বর শনিবার সৃজনশীল আইকনের খোঁজে মেধা যাচাই পরীক্ষার পরীক্ষার্থীদের সকালে দুইটি পর্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
নগরীর মুসলিম হল মিলনায়তনে প্রথম পর্ব অনুষ্ঠানে দৈনিক ভোরের ডাকের ব্যুরো চীফ কিরন শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দৈনিক পূর্বদেশের সম্পাদক ওসমান গণি মনসুর।
বিশেষ অতিথি ছিলেন, বিজয় টিভি চট্টগ্রাম ব্যুরো চীফ এস এম শহীদুল্লাহ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক মো. একরামুল হক, বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক এম সাখাওয়াত, সাংবাদিক নুরুল কবির, রয়েলস ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট কলামিস্ট অধ্যাপক মাসুম চৌধুরী ও ক্লাবের প্রতিষ্ঠাতা কাউছার চৌধুরী আবির।
দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে নুভিস্তা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাহাবার আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সচিব শাব্বির ইকবাল। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর শৈবাল দাস সুমন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী, দৈনিক আজাদীর বার্তা প্রধান হাসান আকবর, এসএ টিভি চট্টগ্রাম ব্যুরো চীফ শাহনেওয়াজ রিটন, দি রয়েলস্ ক্লাবের সভাপতি প্রফেসর মো. ইউনুস ।
বক্তারা বলেন, স্বাধীনতা অর্জন করেছি অনেক কষ্ট করে, সে স্বাধীনতার মূল্য দিতে হবে। আমাদের জ্ঞানে কর্মে স্বাধীনতাকে ধারণ করতে হবে। ছোট্ট শিশুকে গল্পে গল্পে বুঝাতে হবে আমাদের কষ্টে অর্জিত স্বাধীনতার কথা। তারাই আগামীর ভবিষ্যত, তারা ডিজিটাল বাংলাদেশ গড়ার একমাত্র হাতিয়ার।
এবারের আইকন নির্বাচিত হয়েছেন ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী সালমা ফাউজিয়া।
নগরীর ঐতিহ্যবাহী সংগঠন দি রয়েলস ক্লাব আয়োজিত সৃজনশীল আইকন এর খোঁজে চলতি বছরের সর্ববৃহৎ মেধা যাচাই পরীক্ষা গত ৩ বছরের ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামে প্রতিটি উপজেলায় উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
এবারের সৃজনশীল আইকন পরীক্ষায় ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সর্বস্তরের শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্র সমূহে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, শিক্ষাবিদ, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন।
গত ১৭ জুন চট্টগ্রাম মহানগরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীকে নুভিস্তা কনজিউমারের সৌজন্যে গিফট হ্যাম্পার প্রদান করা হয়। সেই সাথে গত ১৭ অক্টোবর মহানগরসহ সকল উপজেলার ফলাফল প্রকাশিত হয়েছে।
অংশগ্রহণকারী সর্বস্তরের শিক্ষার্থীকে রয়েলস ক্লাবের প্রতিষ্ঠাতা মো. কাউছার চৌধুরী অভিনন্দন জানিয়েছেন।