রবিবার ● ১৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গৌরীপুরে প্রসূতি মা ও নবজাতককে শিয়ালের হাত থেকে বাঁচাল কুকুর
গৌরীপুরে প্রসূতি মা ও নবজাতককে শিয়ালের হাত থেকে বাঁচাল কুকুর
ময়মনসিংহ প্রতিনিধি :: (৪ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৮মি.) ময়মনসিংহের গৌরীপুরে এক নবজাতককে শিয়ালের হাত থেকে বাঁচিয়েছে কুকুর। ১৬ ডিসেম্বর শুক্রবার গভীর রাতে উপজেলার মাওহা ইউনিয়নের নিজমাওহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় এক তরুণী ছেলে সন্তানের জন্ম দিলে শিয়ালের দল নবজাতককে নিয়ে যাবার চেষ্টাকালে কুকুরের তাড়ায় পালিয়ে যেতে বাধ্য হয়। আর কুকুরের সহানুভূতিতে বেঁচে গেল সদ্য পৃথিবীতে আসা এ শিশুটি ও তার মা।
জানা যায়, সুরিয়া নদী সংলগ্ন জঙ্গলের পাশে স্কুলের বারান্দায় গভীর রাতে এক তরুণী ছেলে সন্তানের জন্ম দেন। এ সময় নবজাতকের ওপর শিয়াল হানা দেয়। এ বিষয়টি বুঝতে পেরে তখন শিয়ালগুলোকে তাড়া করে কুকুর। শুধু তাই নয় রাতভর বারান্দার নীচে বসে থেকে পাহারা দিয়ে শিয়ালের হাত থেকে রক্ষা করে নবজাতক ও তার মাকে।
শনিবার ১৭ ডিসেম্বর ভোরে স্থানীয় বাসিন্দা মো. লাল মিয়া স্কুলের পাশদিয়ে হেটে যাবার সময় দেখতে পান, নবজাতক একটি শিশু ও প্রসূতি মা স্কুলের বারান্দায় পড়ে রয়েছেন। রক্ত শুকিয়ে বারান্দা লাল হয়ে গেছে।
এ সময় লাল মিয়া ডাক-চিৎকার শুরু করলে ছুঁটে আসেন প্রতিবেশী উকিলের মা। তিনি নবজাতক বাচ্চাটির নাড়ি কেটে কোলে তুলে নেন।
উকিলের মা জানান, নবজাতক শিশুটি ফ্লোরে পড়ে থাকায় শীতে কালো হয়ে গেছে। মায়ের অবস্থাও আশংকাজনক। এ অবস্থায় তিনি প্রসূতি মা’কে নিজ বাড়িতে নিয়ে প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করেন। তবে ওই প্রসূতির পরিচয় পাওয়া যায়নি। এলাকাবাসি জানান,এ এলাকায় এই তরুণীকে আগে কেউ দেখেনি।
সকাল বেলা অজ্ঞাত ওই তরুণীর বাচ্চা প্রসবের এ ঘটনা জানাজানি হলে উকিলের মায়ের বাড়িতে সাধারণ মানুষের ভিড় বেড়ে যায়।
প্রসুতি নারী নিজেকে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাসিন্দা হিসেবে পরিচয় দিলেও তার ঠিকানামত স্থানীয় মাধ্যমে খবর নেয়া হলে এ সত্যতা মেলেনি।
প্রসূতি মা’ নিজেকে অবিবাহিত দাবি করে জানান, ভিক্ষা করার সময় ধর্ষণের শিকার হন। তবে এনিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।
গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহম্মদ বলেন, ঘটনাটি শুনেছি। প্রসূতির পরিচয় ও স্বজনদের খোঁজার চেষ্টা চলছে।