রবিবার ● ১৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে পুলিশের অভিযানে আটক ৩, দেশীয় অস্ত্র উদ্ধার
আলীকদমে পুলিশের অভিযানে আটক ৩, দেশীয় অস্ত্র উদ্ধার
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (৪পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৩মি.) পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে দীর্ঘ ৪ ঘন্টা স্বাশরুদ্ধ অভিযানের পর তিন জনকে আটক করেছে আলীকদম থানা পুলিশ।
এসময় একটি দেশীয় তৈরি এলজি ও তিনটি এসএমজি সদৃশ্য কাঠের তৈরি ডামি বন্দুক উদ্ধার করা হয়। আলীকদম থানচি সড়কের আলোঝিরি চন্দ্রমনি কারবারী পাড়া এলাকায় আলীকদম থানার অফিসার্স (ওসি) ইনচার্জ অপ্পেলা রাজু নাহা ও এস আই খাইরুল ওয়ারা রবিন এর নের্তৃত্বে রবিবার ভোর চারটা পনের মিনিটে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে আটককৃতরা হলেন, চন্দ্রমনি কারবারী পাড়ার বাশিয়া ত্রিপুরার ছেলে কেতং ত্রিপুরা (৪১), থিংকু পাড়া এলাকার চারগেয় ত্রিপুরার ছেলে ক্যমং ত্রিপুরা (৪৮) ও প্রভাত পাড়া এলাকার চন্দ্রহা ত্রিপুরার ছেলে ছবিরাম ত্রিপুরা (২৫)।
আলীকদম থানার ওসি অপ্পেলা রাজু নাহা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযানটি পরিচালনা করি। আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রকৃয়াধিন আছে। মামলা রেকর্ড করার কাজ শেষ হলেই তাদেরকে আদালতে সোফর্দ করা হবে।
উল্যেখ্য যে, বিগত কয়েক বছর যাবত আলীকদম-থানচি সড়কের বিভিন্ন স্থানে পাহাড়ি সন্ত্রাসীদের দ্বারা নৃসংশ খুন, ধর্ষন ও অপহরণের মত জঘন্য ঘটনা ঘটে আসছে। সম্প্রতি আলীকদমে ঘটে যাওয়া বেশ কয়েকটি হত্যাকান্ডে ত্রিপুরা সন্ত্রাসীদের হাত রয়েছে বলে অভিযোগ উঠেছে।