রবিবার ● ১৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে ডেনমার্কের প্রতিনিধিদের সাথে কৃষকদের মতবিনিময়
বাগেরহাটে ডেনমার্কের প্রতিনিধিদের সাথে কৃষকদের মতবিনিময়
বাগেরহাট প্রতিনিধি ::(৪পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪০মি.) বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগায় ডেনমার্কের ১৬ সদস্য বিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আইএফএমসি প্রকল্পের বাজার সংযোগ বিষয়ে মতবিনিময় ও পরিদশন করেছেন। উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ১৮ ডিসেম্বর রবিবার সকাল ৯টায় তারা জয়পুর গ্রামে অবস্থিত আইপিএম ক্লাবে এই মতবিনিময় সভায় মিলিত হন। স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও স্বশাসিত ইউনিয়ন পরিষদ এ্যাডভোকেসি গ্রুপ বাংলাদেশ এর আহবায়ক স্বপন দাশ এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি অফিসার মো. মোতাহার হোসেন এর উপাস্থপনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। ডেনমার্কের টিম লিডার ও প্রতিনিধি মি. হেমরি, আইএফএমসি প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মূত্যুঞ্জয় রায়, আঞ্চলিক প্রকল্প পরিচালক মো. সোহরাব হোসেন ও ৬টি আঞ্চলিক পরিচালক সহ কৃষি বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভায় তারা শতাধিক কৃষক/কৃষানীদের সাথে বাজার ব্যাবস্থাপনা ও সংযোগ বিষয়ে বিস্তারিত আলোকপাত করে সন্তোষ প্রকাশ করেন।
পরে তারা বাংলাদেশের একমাত্র মহিষ প্রজনন ও উন্নয়ন খামার পরিদশন করেন। এসময় কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারী জনপ্রতিনিধি ও সুশিল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।