সোমবার ● ১৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে বাঙ্গালী ছাত্র পরিষদের মানববন্ধন
খাগড়াছড়িতে বাঙ্গালী ছাত্র পরিষদের মানববন্ধন
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৫পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩০মি.) পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ’র উদ্যোগে বিতর্কিত ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন সংশোধনী ২০১৬ বাতিলের দাবিতে ও অব্যাহত চাঁদাবাজী,গুম-খুন,অপহরন এবং ধর্ষন এর প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ।
১৯ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় জেলা শহরের শাপলা চত্তরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এর আগে বিক্ষোভ মিছিলটি শহরের উপজেলা হতে আরম্ভ হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শাপলা চত্তরে এসে শতাধিক লোকজন এ মানববন্ধনে অংশগ্রহন করে।
মানববন্ধনে অংশগ্রহনকারী সবার হাতে পাহাড়ী আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ , জেএসএস ও সংস্কারের অব্যাহত চাঁদাবাজি, অপহরন, গুম-খুন, বাঙালি নারীদের ধর্ষনের প্রতিবাদ সহ পার্বত্যঅঞ্চলের ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সংশোধনী-২০১৬ বাতিলের দাবীসহ চলমান সার্বিক সমস্যার বিষয়ে শতাধিক ডিজিটাল ফেষ্টুন বেনার নিয়ে সমবেত হন।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ’র খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. মাঈন উদ্দীন, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, জেলা সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা কামাল, জেলা. যুগ্ন সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদসহ গুচ্ছগ্রামের প্রতিনিধি প্রমুখ বক্তব্য রাখেন ।