শনিবার ● ৩১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ১১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ১১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
চট্টগ্রাম প্রতিনিধি :: চট্টগ্রাম: বন্দর নগরী চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ১১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাসান জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান চালানো হয়। জেলার লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ, সীতাকুণ্ডসহ কয়েকটি উপজেলা থেকে নিয়মিত মামলার ১৩ ও ওয়ারেন্টভুক্ত ৯৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ১৮,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের শনিবার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।