সোমবার ● ১৯ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » পাবনা » ফরিদপুরে ক্যাবল ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের আশংকা : স্মারক লিপি প্রদান
ফরিদপুরে ক্যাবল ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের আশংকা : স্মারক লিপি প্রদান
পাবনা প্রতিনিধি :: (৫ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.০০মি.) পাবনা জেলার ফরিদপুরে অবৈধ ক্যাবল ব্যবসা পরিচালনার চেষ্টা করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হওয়ার আশংকা দেখা দিয়েছে। ক্যাবল গ্রাহকদের সাথে কথা বলে জানা গেছে, প্রায় এক যুগ ধরে কণিকা ক্যাবল নেটওয়ার্ক ফরিদপুরে সুনামের সহিত তাদের গ্রাহকদেরকে সেবা প্রদান করে আসিতেছে। কিন্তু হঠাৎ করে সেখানে ভিত্তিহীনভাবে এবং নেটওয়ার্ক ব্যবসার সাথে জরিত না থেকেও অবৈধভাবে ট্রেড লাইসেন্স নিয়ে মোকলেছুর রহমান নামের এক ব্যাক্তি ”সবুজ ছায়া” ক্যাবল নেটওয়ার্ক চালুর চেষ্টা করে গ্রাহকদেরকে বিভ্রান্তি শুরু করে। এমতাবস্থায় উভয় পক্ষের মধ্যে যে কোন সময় সংঘর্ষ ও প্রানহানি ঘটতে পারে। এ বিষয়ে কণিকা ক্যাবল নের্টওয়ার্ক ১৯ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অবৈধ ক্যাবল ব্যবসায়ীর বিরুদ্ধে এক প্রতিবাদ সভা করে। সভায় ভিশন টেকনোলজির চিপ টেকনিশিয়ান আল মামুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঈরশ্বদীর আইসিএন এর প্রতিষ্ঠাতা রেজাউল করিম, ক্যাবল ভিশনের মো. লোকমান হোসেন, কাউন্সিলর জয়নাল আবেদীন, যুবলীগ নেতা হাফিজ সরকার প্রমুখ।
সভায় বক্তারা বলেন পাবনা ক্যাবল ভিশন ব্যবসায়িরা দীর্ঘ দিন ভালোভাবে ব্যবসা পরিচালনা করছে। কিন্তু সবুজ ছায়া ক্যাবল নেটওয়ার্ক এর ব্যবসায়িরা বিটিভি লাইসেন্সে না পাওয়ার পরও তারা ব্যবসা পরিচালনা করার জন্য অগ্রসর হচ্ছে বলে পাবনা ক্যাবল ভিশন ব্যবসায়িরা অভিযোগ করেন। প্রতিবাদ সভা শেষে তারা সবুজ ছায়ার অবৈধ ট্রেড লাইসেন্স বােিলর দাবিতে পৌর মেয়র খ.ম. কামরুজ্জামান মাজেদকে স্মারক লিপি প্রদান করেন।
পরে উক্ত নেটওয়ার্ক টিকে অনুমোদন না দেওয়ার জন্য তারা উপজেলা চেয়ারম্যান খলিলুর রহামান সরকার, উপজেলা নির্বাহী অফিসার মো. তোফায়েল হোসেন ও অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল আলমকে স্মারক লিপি প্রদান করেন।