বুধবার ● ২১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ফুলবাড়িয়ায় শিক্ষকহত্যার ঘটনায় এমপিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
ফুলবাড়িয়ায় শিক্ষকহত্যার ঘটনায় এমপিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
ময়মনসিংহ প্রতিনিধি :: (৭ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৩৬মি.) ফুলবাড়ীয়া ডিগ্রীকলেজ সরকারিকরণ আন্দোলনকালে শিক্ষক আবুল কালাম আজাদ নিহত হওয়ার ঘটনায় হত্যার প্ররোচনার অভিযোগে এমপিসহ সাতজনকে আসামি করে ময়মনসিংহের দুই নম্বর আমলি আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার ২১ ডিসেম্বর দুপুরে ময়মনসিংহের দুই নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারক হাকিম মাহবুবুল হকের আদালতে ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ সরকারিকরণ আন্দোলনের আহ্বায়ক ও উক্ত কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এসএম আবুল হাশেম নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন স্থানীয় সংসদ সদস্য মোসলেম উদ্দিন, ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিফাত খান রাজীব, উপ-পরিদর্শক রফিকুল ইসলাম ও রতন, এমপি মোসলেম উদ্দিনের ছেলে অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম, সেলিমের ভায়রা ফুলবাড়ীয়া কলেজের সাবেক অধ্যক্ষ নাসিরউদ্দিন ও কলেজের ভাইস প্রিন্সিপ্যাল আমজাদ হোসেন।
মামলার বিবরনে জানা যায়, গত ২৭ নভেম্বর ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনের সময় আসামিদের প্ররোচনায় কলেজ শিক্ষক আবুল কালাম আজাদকে হত্যা করা হয়।
এদিকে আদালত সূত্র জানায়, বিচারক মামলাটি গ্রহণ করেছেন, তবে এখনো কোনো আদেশ জারি হয়নি।