বুধবার ● ২১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » বান্দরবান অনুর্ধ-১৪ দলকে ৬০ রানের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ফেনী
বান্দরবান অনুর্ধ-১৪ দলকে ৬০ রানের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন ফেনী
ক্রীড়া প্রতিবেদক :: (৭ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.১৩মি.) ২১ ডিসেম্বর বুধবার চট্টগ্রামের সাগরিকাস্থ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় বান্দরবান জেলাকে ৬০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টূর্ণামেন্ট এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো ফেনী জেলা অনুর্ধ-১৪ দল। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৩৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে ফেনী জেলা। দলের পক্ষে রাকিবুল ১৩, তাহমিদ ১৩, শাহরিয়ার ২৮, আশরাফুল ১০, আমিরুল ১২, আতিকুল ২০ রান করেন। বান্দরবান দলের শহিদুল ১৪ রানে ৩ উইকেট, ইব্রাহিম ২৯ রানে ১ উইকেট, ওমর ফারুক ১৩ রানে ১ উইকেট, ইশতিয়াক ২০ রানে ২ উইকেট, শান্তুনু ২৬ রানে ২ উইকেট দখল করেন। জবাবে বান্দরবান জেলা ২৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৭০ রান তুলতে সমর্থ হয়। দলের পক্ষে শহিদুল ১৫, ইশতিয়াক ২৫ রান করেন। ফেনী জেলার আতিকুল ১৭ রানে ১ উইকেট, হামিদ ১৯ রানে ৩ উইকেট, সাজ্জাদুল ১৪ রানে ২ উইকেট, শাহরিয়ার ৮ রানে ২ উইকেট লাভকরেন। ফেনীর আতিকুল ইসলাম ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্জ্ব আ জ ম নাছিরউদ্দীন মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সহ-সভাপতি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান মহাপরিচালক বিকেএসপি, মো. মোশারফ হোসেন মোল্লা, পরিচালক (প্রশিক্ষণ), বিকেএসপি,আলহাজ্জ্ব নিছার উদ্দিন আহমেদ, প্যানেল মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, আলহাজ্জ্ব সিরাজ উদ্দিন মো. আলমগীর, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা, মাসুদ হাসান, চীফ কোচ, বিকেএসপি, এস এম আসাদুল হক, ভারপ্রাপ্ত উপ-পরিচালক, বিকেএসপি, চট্টগ্রাম আমিনুল ইসলাম, যুগ্ম সম্পাদক, সিজেকেএস; আলহাজ্জ্ব দিদারুল আলম চৌধুরী, সদস্য ও সিজেকেএস ফজলে বারী খানরুবেল ভেন্যু ম্যানেজার বিসিবি চট্টগ্রাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব সাইফুল আলম বাবু।
অনুষ্ঠানে উপস্থিত অতিথি বৃন্দকে বিকেএসপি’র পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ফাইনাল খেলায় ২০ রান এবং ১ উইকেট নিয়ে ফাইনাল খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফেনী জেলার আতিকুল ইসলাম।
১১৯ রান সংগ্রহ করে টুর্ণামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয়েছেন ফেনী জেলার শাহরিয়ার হোসেন।
১১টি উইকেট সংগ্রহকরে টুর্ণামেন্টের সেরা বোলার নির্বাচিত হয়েছেন বান্দরবান জেলার ইসতিয়াক আহমেদ।
সর্বমোট ১১৯ রান এবং ৭উইকেট দখল করে টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিতহ য়েছেন ফেনী জেলার শাহরিয়ার হোসেন।