শনিবার ● ৩১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » সেনাবাহিনী পার্বত্যাঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার ইচ্ছা পোষণ করেনা - জিওসি
সেনাবাহিনী পার্বত্যাঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার ইচ্ছা পোষণ করেনা - জিওসি
খাগড়াছড়ি প্রতিনিধি :: বাংলাদেশ সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো একটি স্থিতিশীল নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা। সেনাবাহিনী পার্বত্যাঞ্চলে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার ইচ্ছা পোষণ করেনা। বরং পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি বজায় রেখে পাহাড়ি-বাঙালিদের জীবনমান উন্নয়নে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ শনিবার সকালে খাগড়াছড়ি জেলার মহালছড়ি টাউন হল মিলনায়তনে সেনা জোনের আয়োজনে কমিউনিটি ফাস্ট এইড ট্রেনিং ২০১৫ এর সনদপত্র বিতরণ ও সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনীর ২৪ পদাতিক চট্টগ্রাম ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার মেজর জেনারেল মো. সফিকুর রহমান এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘সংঘাত-বিশৃংখলা কোন সমাধান নয়। বরং ঐক্য, শান্তি-শৃংখলাই হলো একমাত্র সমাধান। আর এরই ফলশ্রুতিতে ১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছিল। শান্তিচুক্তি স্বাক্ষরের পর সরকার পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক উন্নয়নের জন্য মহা পরিকল্পনা গ্রহণ করে।’
এসময় তিনি, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি রক্ষা এবং সামগ্রিক উন্নয়নে স্থানীয় প্রশাসনকে সর্বাত্মকভাবে সহযোগীতা করার জন্য স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রতি আহবান জানিয়েছেন।
অনুষ্ঠানে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার স ম মাহবুব-উল-আলম, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, মং সার্কেল চীফ রাজা সাচিং প্রু চৌধুরী, মহালছড়ি সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল হুমায়ুন কবির ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পরে প্রাথমিক চিকিৎসার ওপর তিন মাসব্যাপী কমিউনিটি ফাস্ট এইড ট্রেনিংয়ে অংশ নেয়া ৪১ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও চিকিৎসা উপকরণ বিরতণ করেন প্রধান অতিথি জিওসি মো. সফিকুর রহমান। অনুষ্ঠান শেষে ডিগ্রী কলেজ প্রাঙ্গণে মহালছড়ি দিবস উপলক্ষ্যে আয়োজিত মেলা উদ্বোধন করেন তিনি।
আপলোড: ৩১ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.২৭ মিঃ