বুধবার ● ২১ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » রাউজানের ইদিলপুর পরিবেশ সম্মত করার আবেদন
রাউজানের ইদিলপুর পরিবেশ সম্মত করার আবেদন
(৭ পৌষ ১৪২৩ বাঙলা: বাংরাদেশ সময় রাত ১১.৪৬মি.) আমরা ইদিলপুর গ্রামের বাসিন্দা। কিছু মাস আগে হঠাৎ করে পূর্ব ইদিলপুর গ্রামে গপন বড়ুয়া, পিতা মৃত রমণী মোহন বড়ুয়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে মুরগীর ফার্মের ব্যবসা শুরু করে। যেহেতু রাষ্ট্রীয় ভাবে মুরগীর ফার্মের ব্যবসা নিষেধ নেই,তাই সবাই নীরব ভূমিকা পালন করে। কিন্তু এই মৌনতা যে এইভাবে কাল হয়ে দাঁড়াবে তা পূর্ব ইদিলপুরের সহজ সরল জনসাধারণ বুঝতে পারেনি। মুরগীর ফার্মের দুর্গন্ধটা কি রকম দূর্বিসহ আমরা কম বেশী সবাই জানি। এই মুরগীর ফার্মের পাশেই অনেক আগে থেকে দীপক বড়ুয়ার বাড়ী ছিল যে পেশায় একজন কাঠমিস্ত্রি। এই মুরগীর ফার্মের আশেপাশে স্কুল, মন্দির আরও অনেক ঘরবাড়ী আছে। এই মুরগীর ফার্মের পাশের রাস্তা দিয়ে চলাচলকারীরা মুখে রুমাল দিয়ে চলাচল করলেও যাদের ঘর বাড়ী এই মুরগীর ফার্মের আশেপাশে তারা কিভাবে বসবাস করছে একটু চোখ বন্ধ করে ভাবলে অনুধাবন করা যায়। শুধু এখানেই শেষ নয় এই মুরগীর ফার্মের পাশ দিয়ে একটা ছোট নদী বয়ে গেছে যেটা ডাবুয়া খাল নামে পরিচিত। এই মুরগীর ফার্ম থেকে যত বর্জ্য বাহির হয় সব এই নদীতে ফেলা হয়, যার জন্য একদিকে যেমন নদীর পানি দূষিত হচ্ছে অন্যদিকে আসে। আস্তে খালটাও ভরাট হয়ে যাচ্ছে।
যেখানে মুক্ত ভাবে শ্বাস-প্রশ্বাস নেওয়া যায় না সেখানে মানুষ বাঁচে কিভাবে। তাই রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের কাছে আকুল প্রার্থনা আমাদেরকে এই দূর্বিসহ অবস্থা থেকে মুক্ত করার জন্য সবিনয়ে নিবেদন জানাচ্ছি।
বিনীত : রাউজান উপজেরার ইদিলপুর গ্রামের জনসাধারণ।