বৃহস্পতিবার ● ২২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » রায়গঞ্জে বাল্যবিবাহ নিরোধে অভিভাবক সমাবেশ
রায়গঞ্জে বাল্যবিবাহ নিরোধে অভিভাবক সমাবেশ
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :: সিরাজগঞ্জের রায়গঞ্জে বাল্যবিবাহ নিরোধে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর-সাহেবগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে ৪ শতাধিক অভিভাবক মা এবং অতিথিদের নিয়ে বিশাল র্যালী বের করা হয়।
গুডনেইবারস্ বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপি কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল আখতার।
সিডিপি সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার নুরুন্নবী মিয়া, মুরাদপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব জিল্লুর রহমান, নলকা ইউপি চেয়ারম্যান আব্দুল জাব্বার সরকার, জেলা এনজিও পরিষদের সভাপতি জাহাঙ্গীর আলম রতন, দৈনিক করতোয়ার সিরাজগঞ্জ বুরো প্রধান হেলাল আহমেদ, রায়গঞ্জ প্রেস ক্লাবের সভাপতি টি,এম কামরুজ্জামান লাবু, দাদপুর-সাহেবগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, দাদপুর সাহেবগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা বেগম ও সিরাজগঞ্জ সিডিসির সভাপতি মমতাজ বেগম প্রমুখ।