বৃহস্পতিবার ● ২২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » অচিরেই উদ্ভোধন হচ্ছে বাগেরহাটে শেখ রাসেল শিশু পার্ক
অচিরেই উদ্ভোধন হচ্ছে বাগেরহাটে শেখ রাসেল শিশু পার্ক
বাগেরহাট প্রতিনিধি :: বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ কংগ্রেস মোড়ে অবস্থিত শেখ রাসেল শিশু পাকর্টির অচিরেই উদ্ভোধন হতে যাচ্ছে। গণমানুষের দীর্ঘ দিনের প্রত্যাশিত দাবী এই শিশু পার্কটির দ্বার উন্মেচিত করা হলে শিশুদের চিত্ত বিনোদনে একটি মাইল ফলক হিসাবে দন্ডায়মান হবে বলে বিশেষজ্ঞদের ধারনা। জানা গেছে, ফকিরহাট উপজেলার কোথাও শিশুদের চিত্ত বিনোদনের জন্য পার্ক বা তেমন কোন জায়গা নাই। যে কারনে শিশুরা স্কুলের লেখাপড়া শেষ করে অবসর সময়ে চিত্ত বিনোদন হতে বঞ্চিত হচ্ছে। সেই দিক বিবেচনা করে পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ নিজ উদ্যোগে তারই ইউনিয়ন পরিষদের পার্শ্বে কংগ্রেস মোড়ে ৪একর জমির উপর একটি পার্ক তৈরী করার পরিকল্পনা গ্রহন করেন। সে মোতাবেক গত ৪মাস ধরে তিনি নিজ উদ্যোগে পার্কটি নির্মাণ করার কাজ হাতে নিয়েছেন। আর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় শিক্ষাবিদ শিক্ষানুরাগী সমাজসেবক সহ সুশিল সমাজের বিভিন্ন নের্তৃবৃন্দরা সহযোগীতায় এগিয়ে এসেছেন। এটির নির্মাণ কাজ দ্রুতগতীতে এগিয়ে চলছে।
আগামী ৮জানুয়ারী ২০১৭ বাগেরহাট-০১আসনের সাংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি পার্কটির উদ্ভোধন করে এটির দ্বার উন্মেচন করবেন।
শিক্ষাবিদ ও পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ আব্দুল মান্নান বলেন, আমাদের এলাকার শিশুরা পড়াশুনায় অত্যান্ত ভাল। প্রতিবছর তারা ভাল ফলাফল করলেও চিত্তবিনোদনের মত কোন পার্ক বা স্থান নাই। এটি নির্মাণ করা হলে পড়াশুনার পাশাপাশি অবসর সময়ে শিশুদের মনোযোগ বৃদ্ধি করার জন্য পার্কটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পার্কের প্রধান পৃষ্টপেষক এবং উদ্যোগতা খান শামীম জামান পলাশ বলেন, এই পার্কে প্রথমত জিববৈচিত্র স্বরুপ জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, হরিণ, হনুমান, বানর ও বিভিন্ন প্রজাতির পাখির ভাষকার্য ডন্ডায়মান থাকবে। এছাড়া শিশুদের মনকে আকৃষ্ট করতে ঝুলনা ও দোলনা থাকবে। শুধু তাই নয়, পার্কের পূর্বপার্শ্বে লেক যার চতুরপার্শ্বে রাস্তা এবং পার্কে বসারমত প্রযাপ্ত চেয়ার বেন্স ও লেকে থাকবে দুই বইঠা বিশিষ্ট সাম্পান। তিনি আরো বলেন,পার্কে পাশ্বে পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়, পিলজংগ সরকারী প্রাথমিক বিদ্যালয়, পিলজংগ পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু মাধ্যমিক বালিকা বিদ্যালয়, টাউন নওয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,শ্যামবাগাত সরকারী প্রাথমিক বিদ্যালয়,সেকেরডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও জয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং শাহ আউলিয়ার বাগ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। প্রতিটি ওয়ার্ডে একটি বা দুটি করে বিদ্যালয় থাকলেও চিত্ত বিনোদনের মত কোন পার্ক বা স্থান নাই। তাই শিশুদের কথা চিন্তা করে তিনি এই ইউনিয়নে মধ্যে একটি শিশুপার্ক তৈরী করার সিধান্ত গ্রহন করেন। সে মোতাবেক কংগ্রেস মোড় কেন্দ্রিক বিশাল জায়গায় শেখ রাসেল শিশুপার্ক তৈরী করা হচ্ছে। তার মতে এটি যথাযত ভাবে তৈরী করা হলে শিশুরা পড়াশুনায় আরো বেশি মনোযোগী হবে। এব্যাপারে স্থানীয় সরকার বিশেষজ্ঞ ও স্বশাসিত ইউনিয়ন পরিষদ এ্যাডভোকেসি গ্র“প অফ বাংলাদেশ এর আহবায়ক স্বপন দাশ এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, এই এলাকার শিক্ষাথীরা বরাবরই পড়াশুনায় ভাল। কিন্তু তাদের চিত্তবিনোদনের জন্য কোন বিনোদন কেন্দ্র গড়ে না উঠায় শিশুরা নানা আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে। তাই পিলজংগ ইউপি চেয়ারম্যান খান শামীম জামান পলাশ, শেখ রাসেল শিশুপার্ক তৈরী করে যে মহতী উদ্যোগ গ্রহন করেছেন, তার প্রসংশার করে তিনি আরো বলেন, পার্কের পাশাপাশি সমাজ উন্নয়নে চেয়ারম্যান খান শামীম জামান পলাশ যে মহৎ কাজ গুলি করছেন, তা সমাজ দেশ ও রাষ্ট্র উন্নয়নের একটি মাইল ফলক। এধারা অব্যাহত রাখার জন্য তিনি পার্শ্ববর্তী অন্যান্য ইউনিয়নের চেয়ারম্যানদের প্রতিও আহবান জানান।