বৃহস্পতিবার ● ২২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মাইজভান্ডারীর ওয়াজ ও ছেমা মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে মাইজভান্ডারীর ওয়াজ ও ছেমা মাহফিল অনুষ্ঠিত
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৮ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সকাল ১০.১৩মি.) গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণে ভোড়ায় এ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়ার বাগান বাড়িতে ‘আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া’ খানকা শরীফে পবিত্র জশনে জুলুসে ঈদে মিল্লাদুন্নবী (দঃ) উদ্যাপন উপলক্ষে ৩দিনের প্রথম দিন ২১ ডিসেম্বর বুধবার রাতে আজিমুশ্শান মিলাদ, ওয়াজ, জিকির, দোয়া ও ভান্ডারী ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোড়া ‘আনজুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া’ খানকা শরীফের খলিফা-এ-আযম বাবা ভান্ডারী শাহ্ এ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া আল-মাইজভান্ডরী।
প্রধান মেহমান হিসেবে ওয়াজ করেন গাউছুল আ’যম মাইজভান্ডারীর সাজ্জাদানশীন ও মোন্তাজেম-দরবারে গাউছুল আ‘যম মাইজভান্ডারী, আন্তর্জাতিক সূফি ঐক্য সংহতির (সূফিজ) চেয়ারম্যান, শাহজাদায়ে গাউছুল আ‘যম আলহাজ্ব মাওলানা শাহ্সূফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-মাইজভান্ডারী (মাদ্দা জিলহুল আলী)।
ইংরেজী ও আরবী ভাষায় বিশেষ মেহমান হিসেবে ওয়াজ করেন আমেরিকার শিকাগোর জামে মসজিদের ইমাম গ্র্যান্ড মুফতি শেখ আহমদ তিজানী বিন ওমর। আরো ওয়াজ করেন খলিফা আলহাজ্ব মাওলানা রুহুল আমিন ভুইয়া চাঁদপুরী আল- মাইজভান্ডারী, গাজীপুর বাস টার্মিনাল জামে মসজিদের খতিব মোঃ আক্তার হোসেন গাজীপুরী, সূফি মাওলানা জাহাঙ্গীর আলম আল- মাইজভান্ডারী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন শাহ্ আলম ভান্ডারী। ২২ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে লালন সঙ্গীত ও ২৩ ডিসেম্বর শুক্রবার রাতে বাউল শিল্পী শেফালী সরকার ও অসীম বাউলের পালাগানের মধ্য দিয়ে ভান্ডারী ছেমা মাহফিল শেষ হবে ।