বৃহস্পতিবার ● ২২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে শত বছরের খেলার মাঠ নিয়ে দু’পক্ষ মুখোমুখি
বিশ্বনাথে শত বছরের খেলার মাঠ নিয়ে দু’পক্ষ মুখোমুখি
বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি :: (৮ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৪মি.) সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের চাঁন্দভরাং গ্রামের একটি শত বছরের ফুটবল খেলার মাঠ নিয়ে দু’পক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। শত বছরের পুরাতন ওই মাঠ দখলে নিতে গত দু’বছর ধরে মরণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন গ্রামের মৃত আয়াত উল্লাহ’র পুত্র আনোয়ার হোসেন আঙ্গুর মিয়া (৬০)। আর ওই মাঠ তার দখল থেকে মুক্ত করতে কঠোর অবস্থানে রয়েছেন গ্রামবাসী। গ্রামবাসীর বিপক্ষে শক্তির লড়াইয়ে একাই রয়েছেন আঙ্গুর মিয়া। এতে প্রায় দু’বছর ধরে উভয় পক্ষের মধ্যে মামলা পাল্টা মামলা’সহ একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছে। আবারও যে কোনো সময় তাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। এনিয়ে দু’বছর ধরে কোর্টে উভয় পক্ষের মামলা চলমান থাকা অবস্থায় গত ৮ থেকে ১০দিন ধরে মাঠের গোলবার উপড়ে ফেলে মাঠ দখলে নেয়ার পায়তারা করছেন আঙ্গুর মিয়া। এমন অভিযোগ এনে গত ১৮ ডিসেম্বর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন গ্রামের মৃত হাসিব উল্লাহ’র পুত্র আমিনুল ইসলাম নুনু (৩৫)। ডায়েরী নং-৭৪৩।
২২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে ওই ডায়েরি তদন্ত করতে একদল পুলিশ নিয়ে সরেজমিন মাঠে যান থানার এএসআই সুমন চন্দ্র নাথ। এসময় গ্রামবাসীর বেশ কয়েকজন লোক দাবি করেন ওই খেলার মাঠ তাদের শত বছরের ঐতিহ্য। সেটা কেউ দখলে দেয়া যাবেনা। গ্রামবাসীর কয়েকজনের সাথে আলাপ করে জানাযায়, আঙ্গুর মিয়া শত বছরের ওই মাঠ ৯১সালের জরিপের সময় কৌশলে একটি ভুয়া দলিল দেখিয়ে রেকর্ড করে নিয়েছেন। যে দলিলের কোনো হদিস নেই। তিনি মাত্র দু’বছর ধরে মাঠের দাবি করে আসছেন। এর পূর্বে আর কোনো দিন মাঠের দাবি করেন নি। এবিষয়ে জানতে চাইলে আঙ্গুর মিয়ার সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।