বৃহস্পতিবার ● ২২ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাথে বেসরকারী উন্নয়ন সংস্থার সমঝোতা চুক্তি
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাথে বেসরকারী উন্নয়ন সংস্থার সমঝোতা চুক্তি
ষ্টাফ রিপোর্টার :: (৮পৌষ ১৪২৩ বাঙলা: বাংরাদেশ সময় রাত ৮.০২মি.) আইএলও এর অর্থায়নে পরিচালিত “সার্পোর্টিং ইমপ্লিমেনশন অফ ইনফরমাল এপ্রেনটিকশীপ প্রোগ্রাম ইন রাঙামাটি হিল ডিষ্ট্রিক” প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ও প্রগ্রেসিভ এর সাথে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদর সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে।
২২ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভা কক্ষে আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা ও প্রগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষে পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা চুক্তিপত্রে স্বাক্ষর করেন। স্বাক্ষর শেষে একে অপরের হাতে চুক্তিপত্র হস্তান্তর করেন।
এ সময় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, নির্বাহী পরিচালক ছাদেক আহমদ, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।