শনিবার ● ২৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » পাবনা » চাটমোহরের সফল মানুষ শিক্ষাবিদ দেলমাহমুদ মিয়া ও স্বর্নগর্ভা মা জছিমন নেছার কুলখানী আজ
চাটমোহরের সফল মানুষ শিক্ষাবিদ দেলমাহমুদ মিয়া ও স্বর্নগর্ভা মা জছিমন নেছার কুলখানী আজ
চলনবিল প্রতিনিধি :: (১০পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সকাল ৯.১৩মি.) একজন সফল পিতা, শিক্ষাবিদ পাবনার চাটমোহর উপজেলার চরপাড়া গ্রামের কৃতি সন্তান মরহুম দেল মাহমুদ মিয়া এবং তার স্ত্রী স্বর্নগর্ভা মা জছিমন নেছার আত্মার মাগফেরাত কামনায় আজ শনিবার ২৪ ডিসেম্বর কুলখানী অনুষ্ঠিত হবে। গুনাইগাছা ইউনিয়নের চরপাড়া গ্রামে এ কুলখানী হবে। গত ১১ অক্টোবর মঙ্গলবার রাত ৯.৪৩ ঘটিকায় ঢাকা সিএম এইচে বার্ধক্য জনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান শিক্ষাবিদ দেলমহিমুদ মিয়া। ১২ অক্টোবর বুধবার বগুড়ার ভাই পাগলা মাজার কবরস্থানে মরহুমের মৃত দেহ দাফন করা হয়। অপর দিকে মরহুম দেলমাহমুদ মিয়ার স্ত্রী স্বর্নগর্ভা মা মরহুমা জছিমন নেছা ৮ মার্চ বার্ধক্য জনিত রোগে ভূগে ঢাকা সিএমএইচে মৃত্যুবরণ করেন। ৯ মার্চ জানাযা শেষে মরহুমাকে বগুড়ার মালতীনগর ভাইপাগলা মাজার কবর স্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, দেলমাহমুদ মিয়া কর্মজীবনের শেষের দিকে নওগাঁ ভোকেশনাল ইন্সটিটিউটের সুপার পদে অধিষ্ঠিত ছিলেন।
জছিমন নেছা ছিলেন একজন সুগৃহিনী। কোমলমতি মা। তাদের প্রথম সন্তান ডা. মো. জাহাঙ্গীর আলম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এ অধ্যাপক হিসেবে, দ্বিতীয় সন্তান মেজর জেনারেল ফসিউর রহমান আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের কমান্ডেন্ট, তৃতীয় সন্তান ব্রিগেডিয়ার জেনারেল জালাল উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজের পরিচালক, চতুর্থ সন্তান হেলাল উদ্দিন বগুড়ায় সহঃ ভূমি উন্নয়ন কর্মকর্তা এবং পঞ্চম সন্তান ওয়াই এম বেলালুর রহমান ঢাকা মেট্রোপলিটান পুলিশে যুগ্ম কমিশনার হিসেবে কর্মরত আছেন।
কূলখানীতে মরহুম মরহুমার আত্মীয় স্বজন, এলাকাবাসী, গুনগ্রাহীসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।