শনিবার ● ২৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » ধর্ম » বড় দিন উপলক্ষে বেতাগীর খ্রিস্টান পল্লীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা
বড় দিন উপলক্ষে বেতাগীর খ্রিস্টান পল্লীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা
মুতাসিম বিল্লাহ, বরগুনা প্রতিনিধি :: (১০ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ২.৩৫মি.) বরগুনার বেতাগীর দেসান্তরকাঠী খ্রিস্টান পল্লীতে খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে শুভ বড় দিন উপলক্ষে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা ও অনুষ্ঠানের আয়োজনের প্রস্ততি চলছে। খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশুখ্রিস্টের শুভ জন্মতিথি বড় দিন উপলক্ষে বাড়ি-ঘরে সাজগোজ ও আলোক সজ্জায় সজ্জিত করা হচ্ছে। গীর্জা সাজানো হচ্ছে বর্ণিল সাজে। সরেজমিনে ঘুড়ে দেখা গেছে ,ইতোমধ্যে দেশের দূরদূরান্ত থেকে বড় দিন উৎসব কে ভাগাভাগি করে নিতে নিজ নিবাসে ছুঁটে আসছেন খ্রিস্টান সম্প্রদয়ের লোকজন। তাদের কে বরন করে নেওয়া হচ্ছে উষ্ণ আদরে। খ্রিস্টান পল্লীর বাড়িগুলোতে এখন সাজ সাজ রব বিরাজ করছে। স্থান পেয়েছে বড় দিন পালনের অনুসঙ্গ ক্রিসমাস ট্রি ও গোশালা।
সামর্থবান অনেকের বাড়িতে তৈরি হচ্ছে বড় দিনের অন্যতম বিশেষ আকার্ষন কেক। খ্রিস্টান সম্প্রদয়ের স্থানীয় বাসিন্দা নিপু গোমেজ জানান, প্রতিটি বাড়ি নিজস্ব ব্যবস্থাপনায় বর্ণিল সাজে সাজানো হচ্ছে। দূর থেকে দৃস্টি গোচর হচ্ছে এমন আলোক সজ্জা। এরইমধ্যে খ্রিস্টান ধর্মালম্বীরা সেরে ফেলেছেন কেনা কাটা। চলছে বড় দিনের
কেক বানানো।আর আত্মীয়স্বজনকে নিমন্ত্রন করার পর্ব তো রয়েছেই। বড় দিনের আনন্দ উপভোগ করার পূর্ব প্রস্ততি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে খ্রিস্টান সম্প্রদায়ের নেতা স্বপন গোমেজ জানিয়েছেন। সবই শেষ এখন শুধুই প্রহর গুনছেন সেই শুভ মাহেন্দ্র ক্ষনের। পুলিশ জানায়, যেকোন প্রকার নাশকতা বা সংহিসতা প্রতিরোধ এবং নির্বিঘে বড় দিন উৎসব উদযাপনে নিরাপত্তার জন্য সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে।