শনিবার ● ৩১ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » সরকারের এই মেয়াদেই শান্তি চুক্তির সকল ধারা বাস্তবায়ন করা হবে- সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের
সরকারের এই মেয়াদেই শান্তি চুক্তির সকল ধারা বাস্তবায়ন করা হবে- সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের
ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটির নানিয়ারচরে চেঙ্গী নদীর উপর ৪৩৫ মিটার দীর্ঘ সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ৷ ৩১অক্টোবর শনিবার সকালে রাঙামাটির নানিয়ারচরবাসী আয়োজিত জনসভায় মন্ত্রী এ ঘোষণা দেন ৷
সেতু মন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী ইঞ্জিনিয়ারিং কোর আগামী ফেব্রুয়ারীতে এই সেতু নির্মাণের কাজ শুরু করবে এবং ২০১৮ সালের জুন মাসের মধ্যে সেতু নির্মাণ কাজ শেষ হবে ৷ সেতুটি নির্মিত হলে রাঙামাটি, নানিয়ারচর, লংগদু ও বাঘাইছড়ির মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে ৷
নানিয়ারচর হাসপাতাল সংলগ্ন মাঠে আয়োজিত সমাবেশে পিসিজেএসএস (সন্তু গ্রুপ) নেতা রাঙামাটি - ২৯৯ আসনের সংসদ সদস্য ঊষাতন তালুকদার, ৩৩৩-ম-৩৩ আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ মুছা মাতব্বর, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ,পিসিজেএসএস (সংস্কারপন্থী) নেতা নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা, নানিয়ারচর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান’সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং নানিয়ারচর উপজেলার বিভিন্ন জনগন উপস্থিত ছিলেন ৷
সমাবেশে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন বর্তমান সরকার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের উদ্যোগ নিয়ে গত মেয়াদে বেশ কিছু ধারা বাস্তবায়ন করেছে ৷ কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় এসে চুক্তির একটি ধারাও বাস্তবায়ন করেনি ৷ বরংচ তারা পার্বত্য চুক্তি বাস্তবায়নে বাঁধাগস্থ করেছে ৷ শেখ হাসিনার সরকারের এই মেয়াদেই পার্বত্য শান্তি চুক্তির সকল ধারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে ৷
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হেলিকপ্টারে নানিয়ারচর সেনাবাহিনীর জোনে এসে পৌছালে সেনাবাহিনীর সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ৷ পরে তিনি সেনাবাহিনীর জোন থেকে স্পীড বোটে নানিয়ারচর ব্রীজ নির্মাণের স্থলে এসে পৌছালে নানিয়ারচর উপজেলাবাসী তাকে অভিবাদন জানান ৷
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর এই ঘোষণার মধ্যে দিয়ে রাঙামাটিবাসীর দীর্ঘদিন ৩০ বছরের দাবী পুরণ হয়েছে ৷ মন্ত্রীর ঘোষণার সাথে সাথে নানিয়ারচর বাসী উল্লাসে ফেটে পড়ে ৷
আপলোড : ৩১ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.০১ মিঃ