শনিবার ● ২৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মৌমিতা হত্যা : হত্যাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ
মৌমিতা হত্যা : হত্যাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ
বাগেরহাট প্রতিনিধি :: (১০ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৫মি.) বাগেরহাটের শরণখোলা উপজেলার মৌমিতা আক্তার মায়া (৯) হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৪ ডিসেম্বর শনিবার দুপুর ১২টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচিতে রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতা ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
প্রথমে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর রায়েন্দা বাজার প্রদক্ষিণ করে। পরে শরণখোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা হত্যাকারী আলামিনকে দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন।
সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এমএ রাশিদ আকন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান মিলন, রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইয়েদুল হক, সমাজসেবক এম ওয়াদুদ আকন ও আবুল হেসেন নান্টু প্রমুখ।
উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর শরণখোলা উপজেলার মঠেরপাড় গ্রামের রায়েন্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মায়াকে তার সৎ বাবা আলামিন হাওলাদার (৩০) ধর্ষণের পর চানাচুরের সঙ্গে কীটনাশক খাইয়ে হত্যা করে। আলামিনকে ওইদিন বিকেলে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সে জেলে রয়েছে।