শনিবার ● ২৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পোশাক কারখানায় ২০ শ্রমিক অসুস্থ
গাজীপুরে পোশাক কারখানায় ২০ শ্রমিক অসুস্থ
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (১০ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.২১মি.) গাজীপুরের একটি পোশাক কারখানায় হঠাৎ করে ২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
২৪ ডিসেম্বর শনিবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের বাংলাবাজার মনিপুর এলাকার ইউটা পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর কর্তৃপক্ষ শনিবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করেছেন।
কারখানার সুয়িং অপারেটর রেশমা আক্তার ও বিউটি আক্তার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে কাজে যোগ দেন। এক পর্যায়ে তাদের এক সহকর্মী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর একে এক অনেকেই অসুস্থ হয়ে পড়তে থাকেন। অসুস্থরা পেট ব্যথা, বমি ভাব অনুভব করেন। পরে অন্যান্য শ্রমিকরা ও কারখানা কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন ক্লিনিকে পাঠায়।
তারা আরো জানান, একইভাবে গত বৃহস্পতিবারও নয়জন শ্রমিক অসুস্থ হয়েছিলেন।
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, অসুস্থ ইতি (২০), রাশেদা (২৫), আসমা (২০), জেসমিন (২০), তানিয়া (২২), সাগরিকা (২১), আফিফা খাতুন (২৪), আল্পনা (২৫), রোকসানা (৩২), সালমা (২৫), কল্পনা (২৮), নাদিরাসহ (৩২) অন্তত ২০জন শ্রমিককে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, প্রাথমিক লক্ষণে মনে হচ্ছে তারা ‘মাস সাইকোজেনিকস ইলনেস’ এ ভুগছেন।
শিল্পাঞ্চল পুলিশ-২ (গাজীপুর) এর পরিচালক এসপি মোঃ শোয়েব আহমেদ সাংবাদিকদের জানান, সকালে হঠাৎ করে এক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে জ্বিনে ধরেছে এমন খবর কারখানার ভেতরে অন্য শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে।
এ দিকে কারখানার অপর এক নারী শ্রমিকের পিরিয়ডের সমস্যায় ব্যথা শুরু হলে শ্রমিকদের মাঝে জ্বিনভীতি দেখা দেয়। এতে একে একে ১০-১১জন নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে কারখানাটি শনিবারের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।