রবিবার ● ২৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » ধর্ম » আনন্দ মুখর পরিবেশে গীর্জায় প্রার্থনার মধ্য দিয়ে বেতাগীতে পালিত হচ্ছে বড় দিন
আনন্দ মুখর পরিবেশে গীর্জায় প্রার্থনার মধ্য দিয়ে বেতাগীতে পালিত হচ্ছে বড় দিন
মুতাসিম বিল্লাহ, বরগুনা :: (১১ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ১.৪০মি.) বরগুনা জেলার বেতাগীতে আনন্দ মুখর পরিবেশের মধ্যে দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড় দিন পালিত হচ্ছে। এ উপলক্ষে ২৫ ডিসেম্বর রবিবার উপজেলার দেশান্তরকাঠী খ্রিস্টান পল্লীতে গীর্জা,বাড়ি-ঘরে সাজগোজ,আলোক সজ্জা,বড় দিনের গান, কেক তৈরী,বিশেষ খাবার ও কির্ত্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গীর্জায় চলছে বিশেষ প্রার্থনা। ফাদার অসীম গণসানভেলছের পরিচলানায় প্রার্থনায় দেশবাসীর শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হচ্ছে।
খ্রিস্টান পল্লীর বাড়িগুলোতে স্থান পায় বড় দিন পালনের অনুসঙ্গ ক্রিসমাস ট্রি ও গোশালা। সামর্থবান অনেকে বাড়িতে তৈরি করেছে বিশেষ কেক ইত্যাদি।
আত্মীয়স্বজনকে নিমন্ত্রন করার পর্ব তো রয়েছেই। খ্রিস্টান সম্প্রদায়ের নেতা স্বপন
গোমেজ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানিয়েছেন এলাকায় নির্বিঘ্নে সুষ্ঠু পরিবেশে বড় দিন পালিত হচ্ছে।
পুলিশ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানায়, চলমান জঙ্গী তৎপরতা যে কোন
প্রকার নাশকতা বা সংহিসতা প্রতিরোধ এবং বড় দিন উৎসব উদযাপনে নিরাপওার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।