রবিবার ● ২৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে সেনাবাহীনির শীতবস্ত্র বিতরন
পানছড়িতে সেনাবাহীনির শীতবস্ত্র বিতরন
পানছড়ি প্রতিনিধি :: (১১ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৫মি.)
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সেনাবাহিনীর উদ্যোগে শীতবন্ত্র বিতরণ করা হয়েছে। ২৫ ডিসেম্বর রবিবার সকালে মহাজনপাড়া ও বড় সাওতালপাড়া এলাকায় ৩ শতাধিক গরীব, অসাহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
খাগড়াছড়ি জোনের সহযোগীতায় পানছড়ি সাব জোনের জোন অধিনায়ক ক্যাপ্টেন রোমান আল আসিফ এই শীতবস্ত্র বিতরণ করেন।
আইয়ুবনগরের বাসিন্দা আবদুর রশিদ (৭০), যৌথখামার এলাকার বাসিন্দা ধনা চাকমা (৭৫), এবং সাওতালপাড়ার বাসিন্দা মনোরাম চাকমা (৮৫) শীতবন্ত্র গ্রহণ শেষে সাংবাদিকদের বলেন, আমরা যখন শীতে যুবুথুবু তখনই সেনাবাহিনী আমাদের পাশে দাড়িয়েছে। সেনাবাহিনী সবসময়ই আমাদের পাশে ছিল।
এসময় পানছড়ি উপজেলা আওয়ামীলী‘র আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছির, কলাবাগান বাইতুননুর জামে মসজিদ কমিটির সভাপতি মো. রবিউল ইসলাম ও পানছড়ি কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক কালা চাঁদ ত্রিপুরা প্রমূখ উপস্থিত ছিলেন।