সোমবার ● ২৬ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট এর জন্য সংসদে কথা বলতে চাই : মিসবাহ উদ্দিন সিরাজ
সিলেট এর জন্য সংসদে কথা বলতে চাই : মিসবাহ উদ্দিন সিরাজ
সিলেট প্রতিনিধি :: (১২ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ১.৩২মি.)এক সময়ের লড়াকু ছাত্রনেতা বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। সিলেটের রাজপথে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলো তাঁর সরব উপস্থিতি।
এবার শুধু রাজপথে নয় জাতীয় সংসদে গিয়েও সিলেটের কথা তোলে ধরতে চান। আর সে লক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান এডভোকে মিসবাহ উদ্দিন সিরাজ ।
শুক্রবার ২য় কাউন্সিলর কামরান কাপ দ্বৈত উন্মুক্ত ব্যাডমিন্টন টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এক পর্যায়ে তিনি এই ঘোষণা দেন।
পরে সাংবাদিকদের সাথে আলাপকালে এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, দীর্ঘ দিন সিলেটের মাটি ও মানুষের জন্য আন্দোলন সংগ্রাম করেছি অনেক জেল কেটেছি এবার পুণ্যভূমি সিলেটের জন্য জাতীয় সংসদে গিয়ে কথা বলতে চাই।
অন্যদিকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি বিশিষ্ট অর্থনীতিবিদ ড.একে আবদুল মোমেন সিলেট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আলোচনা রয়েছে। ড. মোমেন এ ব্যপারে স্পষ্ট কেনো ঘোষণা না দিলেও ইতোমধ্যে সিলেটে তাঁর একটা স্বচ্ছ ভাবমূর্তি গড়ে তোলতে সক্ষম হয়েছেন।
তবে শেষ পর্যন্ত কে সিলেট-১ থেকে দলীয় মনোনয়ন পাবেন সেটা নির্ভর করছে কেন্দ্রীয় আওয়ামীলীগ এবং জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর।